ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিভাবান ফুটবলার খুঁজে পেয়েছে বসুন্ধরা কিংস

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৮

প্রতিভাবান ফুটবলার খুঁজে পেয়েছে বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদার লীগে খেলার যোগ্যতা অর্জন করলেও অনুর্ধ-১৮ ফুটবল টুর্নামেন্টে এবার খেলতে পারছে না বসুন্ধরা কিংস। তবে আগামী মৌসুমকে সামনে রেখে তারা চালিয়ে যাচ্ছে অনুর্ধ-১৭ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। প্রধান নির্বাচক শফিকুল ইসলাম মানিক বলেছেন প্রতিভা মিলছে ট্যালেন্ট হান্টে। তবে তাদের আরও যাচাই বাছাই করতে হবে। গত রবিবার থেকে শুরু হয় বসুন্ধরা কিংসের অনুর্ধ-১৭ ফুটবলার বাছাই প্রক্রিয়া। সারাদেশ থেকে প্রায় দেড় হাজার ফুটবলার অংশ নেয় এই ট্রায়ালে। ট্রায়াল শেষে ১০০ জনকে বাছাই করেছে ক্লাব কর্তৃপক্ষ। সারাদেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে সঠিক পরিচর্যা করে তাদের মান উন্নয়ন করাই সংগঠকদের উদ্দেশ্য। আর ঠাঁই পাওয়া তরুণদের চোখে-মুখে এখন একটাই স্বপ্ন, জাতীয় দলের হয়ে খেলা। শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন এরই মধ্যে পাওয়া গেছে বেশকিছু প্রতিভাবান ফুটবলার। তবে তাদের আরও একটু যাচাই-বাছাই এবং উন্নতমানের প্রশিক্ষণ দিতে হবে। তরুণ ফুটবলাররা সুযোগ পেলে তারাও কিছু করে দেখাতে পারে। যার প্রমাণও মিলেছে। এবারের মৌসুমের শেষ টুর্নামেন্ট স্বাধীনতা কাপে একঝাঁক তরুণকে নিয়ে শিরোপা জিতে আরামবাগ ক্রীড়া সংঘ চমক দেখায়। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘদিন ধরেই ক্লাবগুলোকে তাগাদা দিয়ে আসছে বয়সভিত্তিক দলগঠনে। কিন্তু তাতে সাড়া দেয়নি বড় বড় ক্লাবগুলো। হাতে গোনা কয়েকটি ক্লাবের আছে বয়সভিত্তিক দল। তবে এবার ফিফা-এএফসির কড়া ধমক-হুঁশিয়ারিতে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে ক্লাবগুলো।
×