ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে খেলতে ভারতে মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৪৪, ১ এপ্রিল ২০১৮

আইপিএলে খেলতে ভারতে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৭ এপ্রিল শুরু হবে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় টি২০ ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। এবারের একাদশ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে অংশ নেয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজ। শনিবার বিকেলে তিনি রওনা হয়েছেন। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচেই নামবে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই। ৭ এপ্রিল নিজেদের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। গত দুই আসরে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। ২০১৬ সালে পুরো আইপিএল মাতিয়েছেন দুর্দান্ত বোলিং করে। এমনকি প্রথমবারের মতো তার দল সানরাইজার্স হায়দরাবাদ শিরোপাও জয় করে। তবে গত আসরে মুস্তাফিজ ইনজুরির কারণে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। ইনজুরি সমস্যায় কাঁধে অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত খেলতে পারেননি। এমনকি পুরনো সেই ধারালো চেহারাটাই যেন হারিয়ে গেছে ‘কাটার মাস্টার’ খ্যাতি পাওয়া এ পেসারের। এ কারণেই এবার হায়দরাবাদ তাকে নিলামের জন্য ছেড়ে দিয়েছিল। তবে দল পেতে কোন সমস্যাই হয়নি মুস্তাফিজের। বিশ্বব্যাপী জনপ্রিয় আইপিএলে ‘দ্য ফিজ’ নাম পেয়ে যাওয়া এ তারকাকে ২ কোটি ২০ লাখ রূপীতে দলে টেনে নেয় মুম্বাই। গত আসরে শিরোপা জিতেছিল মুম্বাই। মুস্তাফিজের দলের কাছ থেকে শিরোপা কেড়ে নেয়ার পাশাপাশি টেনে এনেছে পেস বিস্ময় মুস্তাফিজকেও। তাকে পেয়ে তখন থেকেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে মুম্বাই। এখন নিজেদের তাঁবুতে আজই পেয়ে যাচ্ছে তারা দ্য ফিজকে। তাই আনন্দ প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজিটিও। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের ছবি প্রকাশ করে লিখেছে, ‘দেখুন বিমানে কে? তোমাকে মুম্বাইয়ে দেখার জন্য আর তর সইছে না।’ এবার অবশ্য মুস্তাফিজের পুরনো দল সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি দলে টেনে নিয়েছে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকে। টানা তিনি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছিলেন। এবার সাকিবকে ছেড়ে দিলেও তাকে হায়দরাবাদ দলে নিতে সক্ষম হয় নিলামে।
×