ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্থানীয় কর্তৃপক্ষের জরিপ

সুপার টাইফুনে টোকিওর এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যাবে

প্রকাশিত: ০৫:২৯, ১ এপ্রিল ২০১৮

সুপার টাইফুনে  টোকিওর এক  তৃতীয়াংশ পানিতে  তলিয়ে যাবে

সুপার টাইফুন যদি আগামীতে টোকিও নগরীতে আঘাত হানে তবে ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে নগরীর মধ্যাঞ্চলের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবে। একই সঙ্গে নগরীর ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় কর্তৃপক্ষের এক জরিপে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। খবর এএফপির। বিশ্বব্যাপী ঝড়ে বিপর্যয়ের ঝুঁকি দিন দিন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে টোকিও মেট্রোপলিটন সরকার এই প্রথমবারের মতো টাইফুন সম্পর্কিত বড় আকারের ঢেউয়ে রাজধানীর ঝুঁকি নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করছে। জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, সুপার টাইফুনের কারণে জলোচ্ছ্বাস তৈরি হলে রাজধানী টোকিওর এক-তৃতীয়াংশ এলাকা ১০ মিটার (৩৩ ফিট) পানিতে নিমজ্জিত হবে। এছাড়া প্রায় ৪০ লাখ লোক ক্ষতির সম্মুখীন হবে। জাপানে প্রায়ই বড় বড় ঝড় আঘান হানে। এর ফলে ভূমিধস ও বন্যা দেখা দেয়।
×