ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৪:৫৮, ১ এপ্রিল ২০১৮

প্রধানমন্ত্রী  চাঁদপুর  যাচ্ছেন আজ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৩১ মার্চ ॥ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রবিবার চাঁদপুর ও হাইমচর সফরে আসছেন। সকালে তিনি হাইমচরের চরভাঙ্গা গ্রামে বাংলাদেশ স্কাউটের জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপর দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দলীয় নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীরা উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চাঁদপুর জেলার সর্বত্র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চাঁদপুর জেলার বিভিন্ন বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আসলে চাঁদপুরবাসীর আরও দাবি এবং তার কাছ থেকে আরও নতুন উদ্যোগের কথা শুনবেন এমন প্রত্যাশা নেতা-কর্মীদের মধ্যে। চাঁদপুর জেলা সদর ও হাইমচর উপজেলা ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সরকারী দফতর, সড়কসহ বিভিন্ন স্থানে উন্নয়নমূলক ও সংস্কার কাজ হয়েছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য গত ১০-১২ দিন যাবত কাজ চলছে। শহরের বিকল্প সড়ক বঙ্গবন্ধু সড়কটি চলাচলের উপযোগী করা হয়েছে। এছাড়াও শহর ও হাইমচর এলাকায় কয়েকটি সড়কের নতুন করেও কাজ করা হয়েছে।
×