ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমরা আন্দোলনের বিকল্প ভাবছি না ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৩৯, ১ এপ্রিল ২০১৮

আমরা আন্দোলনের  বিকল্প ভাবছি  না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলন করেই বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আন্দোলনের বিকল্প ভাবছি না। তিনি বলেন, মানুষ সুযোগের অক্ষোয় রয়েছে। একবার সুযোগ পেলে এই সরকারকে চিরতরে উৎখাত করে ছাড়বে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভয়াবহ যে দানব আমাদের বুকের ওপর বসে আছে, তাকে সরানোর জন্য আন্দোলন করতে হবে। আমি দেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য জাতীয় ঐক্য দরকার। সব রাজনৈতিক দলসহ সবাইকে দলমত নির্বিশেষে ভয়ঙ্কর এ সরকার, তাকে হটাতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। ফখরুল বলেন, চট্টগ্রামের লালদীঘির ময়দানে বিএনপি সমাবেশ করতে চেয়েছিল, সেখানে সবাই সমাবেশ করছে। কিন্তু বিএনপিকে বলা হলো লালদীঘির ময়দান দেয়া যাবে না। শেষ মুহূর্তে যেদিন সমাবেশ হবে, সেদিন সকাল বেলা বলা হলো করতে পারেন, তবে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে। তারপরও সরকার মানুষের স্রোত বন্ধ করতে পারেনি। সেদিন চট্টগ্রামের রাস্তায় লাখো মানুষের স্রোত হয়েছিল। খুলনায় মাত্র এক ঘণ্টা আগে মিটিং করার অনুমতি দিয়েছে। সেখানেও এক ঘণ্টার মধ্যে তিন-চারটা রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিটি জায়গায়, প্রতিটি মানুষ এখন শুধু অপেক্ষা করে আছে কবে তারা একটা সুযোগ পাবে। সেই সুযোগের সদ্ব্যবহার করে এ সরকারকে চিরতরে উৎখাত করে দেবে। বিএনপি মহাসচিব বলেন, সবাই উঠে দাঁড়ান, সবাই জাগ্রত হন। এই সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। কোন বিকল্প নেই, আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে আমরা খালেদা জিয়াকে কারামুক্ত করব। তার আগে অন্য কোন কিছু চিন্তা করব না। আমরা এখন একেবারে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। এ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা বর্তমান সরকারের পতন ঘটাব। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। রিজার্ভ চুরির ঘটনায় বিএনপির অভিযোগ সত্য- রিজভী ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিএনপি যে অভিযোগ করেছে, তা সত্যি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে এফবিআই নিশ্চিত করেছে। বিশ্বের সর্ববৃহৎ রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশের কাছাকাছি পৌঁছেছে বলে এফবিআই জানিয়েছে। তাই বিএনপির পক্ষ থেকে আমরা আগে যে অভিযোগ করেছিলাম, সেটিও এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। রিজভী বলেন, বিশ্বের ইতিহাসে এত বড় ব্যাংক ডাকাতির ঘটনার তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এত বছর ধরে আটকিয়ে রেখেছেন, এফবিআইয়ের রিপোর্টে সেটি এখন পরিষ্কার। ক্ষমতাসীনরা সাধারণ মানুষের টাকা চুরির উন্নয়ন ছাড়া আর কোন উন্নয়নই করেনি। তিনি বলেন, জনশ্রুতি আছে যে রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকে এমন একজন ক্ষমতাধর ব্যক্তি আছেন, যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই।
×