ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খেলা দেখতে পেছনের সারিতে ট্রুডো

প্রকাশিত: ০৪:৩৮, ১ এপ্রিল ২০১৮

খেলা দেখতে পেছনের  সারিতে ট্রুডো

পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় ও ধনী দেশের প্রধানমন্ত্রী তিনি। তবে তার আচার-আচরণ সেটা বোঝার উপায় নেই। একেবারে সাদামাটা মানুষ। সহজ, সরল, নিরহঙ্কারী। খুব সহজেই মিশে যান মানুষের সঙ্গে। কখনও পার্কে বসে বৃদ্ধার সঙ্গে আড্ডা, কখনও শিক্ষার্থীদের মালামাল তুলে তাদের কাজে সহায়তা, প্লাস্টিকের চেয়ারে বসে অনুষ্ঠানে অংশ নেয়া বা কারও বাসায় ফোন করে বলা, ‘আগামীকাল সন্ধ্যায় আপনাদের বাড়িতে ডিনার খেতে আসব’। অনেকেই ভাবছেন, এমন রাষ্ট্রপ্রধান এখনও পৃথিবীতে আছেন নাকি। কিন্তু যারা কানাডার প্রধানমন্ত্রীর খোঁজ-খবর রাখেন তাদের বুঝতে এতক্ষণে অসুবিধা হয়নি তিনি আর কেউ নন, তিনি জাস্টিন ট্রুডো। রাষ্ট্র পরিচালনার বাইরেও প্রায়ই এমন সহজ-সরল সাদামাটা জীবনযাপনের জন্য খবরের শিরোনাম হন তিনি। এবার একই কারণে খবরের শিরোনামে জাস্টিন ট্রুডো। সম্প্রতি স্ত্রী-সন্তানদের নিয়ে ছুটির দিনে হকি খেলা দেখতে গিয়েছিলেন ট্রুডো। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ‘ভিআইপি’ বক্সে বসে খেলা দেখবেন এটাই স্বাভাবিক। কিন্তু না, তিনি খেলা দেখলেন সাধারণ দর্শকদের সঙ্গে, তাও আবার পেছনের সারিতে বসে। যা অবাক করেছে সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন তার স্ত্রী সোফিয়া ট্রুডো।-ওয়েবসাইট।
×