ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনে আইফোন পাচারে ড্রোন

প্রকাশিত: ০৪:৩৮, ১ এপ্রিল ২০১৮

চীনে আইফোন পাচারে ড্রোন

হংকং থেকে চীনের শেনজেনে আইফোন পাচার করতে ড্রোন ব্যবহার করেছে পাচারকারী দল। সম্প্রতি ড্রোন ব্যবহার করে ৭ কোটি ৯৮ লক্ষ মার্কিন ডলারের আইফোন পাচার করেছে চক্রটি। এ ঘটনায় সন্দেহভাজন ২৬ জনকে গ্রেফতার করেছে শেনজেনের কর্মকর্তারা। আইফোনগুলো পাচার করতে হংকং এবং শেনজেনের মধ্যে ২০০ মিটার পাড়ি দিতে ড্রোন ব্যবহার করেছে পাচারকারী দলটি। চীনে এটিই প্রথম এমন মামলা পাওয়া গেছে যেখানে সীমান্তে চোরাচালান করতে ড্রোনের ব্যবহার করা হয়েছে। সাধারণত মধ্যরাতের পর এই চোরাচালান চালিয়েছে পাচারকারী দল। ছোট ব্যাগে ১০টির বেশি আইফোন পাচার করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লেগেছে তাদের। এক রাতে দলটি প্রায় ১৫০০০ ফোন পাচার করতে পারে। ড্রোনের ব্যবহার নীতিমালার আওতায় আনা জরুরী হয়ে পড়েছে দেশটিতে। ইতোমধ্যে অনেক দেশে এর ওপর নীতিমালা রয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ড্রোন নির্মাতা দেশও চীন। আগের বছর প্লেনের যাত্রাপথে ড্রোনের ব্যবহার নিয়ে কড়া আইন করেছে দেশটি। এর পাশাপাশি সাধারণ ড্রোন মালিকদের জন্য একটি নির্দিষ্ট মাত্রার বেশি ওজনের ড্রোন নিজের আসল নামে নিবন্ধন করতে বলা হয়েছে।-সিএনবিসি।
×