ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের ষষ্ঠ দিনে দুদক চেয়ারম্যান

প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে

প্রকাশিত: ০৪:৩৭, ১ এপ্রিল ২০১৮

প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ প্রশ্নপত্র ফাঁস এবং কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে ও দুর্নীতির আখড়া কোচিং সেন্টারগুলোকে যে কোন মূল্যে বন্ধ করতে সরকার, ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সকলকে অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একই সঙ্গে ছাত্রদের যেন কোচিং সেন্টারে না যেতে হয় শ্রেণীকক্ষে এমন শিক্ষার ব্যবস্থা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে ষষ্ঠ দিনে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্থাটি দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী এ সংস্থাটি। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের সন্তানরা সারাদিন কোচিং সেন্টারে- ঘুরে বেড়াবে, তা হতে পারে না। তাই যে কোন মূল্যে সম্মিলিতভাবে বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস এবং কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে। তিনি বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, বাংলাদেশের সব কোচিং সেন্টার অবৈধ। আমরা বলতে চাই, সকল কোচিং সেন্টার শুধু অবৈধই নয়, দুর্নীতির আখড়াও। আমরা সরকার, ছাত্র-শিক্ষক, অভিভাবক সকলকে অনুরোধ জানাই, আসুন, এই অবৈধ এবং দুর্নীতিগ্রস্ত কোচিং সেন্টারগুলো বন্ধ করার উদ্যোগ গ্রহণ করি। শিক্ষকদের উদ্দেশে দুদকের চেয়ারম্যান বলেন, আপনাদের সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা, বেতন বৃদ্ধিসহ সকল প্রকার উন্নয়নে দুদক আপনাদের পাশে আছে। আপনারা শ্রেণীকক্ষে এমন শিক্ষার ব্যবস্থা করুন যাতে আমাদের সন্তানদের কোচিং সেন্টারে যেতে না হয়। সরকার বেতন বৃদ্ধি করেছে, ঠিকই কিন্তু আমরা চাই শিক্ষকদের বেতন-ভাতা, মর্যাদা আরও বৃদ্ধি করা হোক। এক রিপোর্টের উদ্ধৃতি দিয়ে দুদকের চেয়ারম্যান বলেন, একবিংশ শতাব্দীতে যে ১১টি দেশ বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দেবে, বাংলাদেশ এদের মধ্যে একটি দেশ হিসেবে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব তরুণ প্রজন্মের। প্রকৃত শিক্ষার মাধ্যমে জ্ঞানার্জনের মাধ্যমে তাদের শক্তি, সক্ষমতা এবং সামর্থ্য অর্জন করতে হবে। অনুষ্ঠানে দুদকের কমিশনার ড. নারিউদ্দীন আহমেদ বলেন, কোচিং বাণিজ্য বন্ধে অসহায়ত্বের কোন সুযোগ নেই। কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সততা শিক্ষা যদি আমরা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিতে পারি তা হলে অদূর ভবিষ্যতে দেশে দুর্নীতিবাজ তথা অসৎ মানুষ থাকবে না, থাকলেও সমাজে তাদের কোন প্রভাব থাকবে না। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের সচিব ড. মোঃ শামসুল আরেফিন ও মহাপরিচালক মোঃ জাফর ইকবাল।
×