ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ শুভ ইস্টার সানডে

প্রকাশিত: ০৪:৩৬, ১ এপ্রিল ২০১৮

আজ শুভ  ইস্টার  সানডে

নিখিল মানখিন ॥ শুভ ইস্টার সানডে আজ। খ্রীস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রীস্টান সম্প্রদায়ও শনিবার গভীর রাত থেকেই দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছে। প্রতিটি চার্চ অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে। আজ রবিবার সকালে দেশের সকল চার্চেই বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচী হাতে নিয়েছে। ইস্টারের চেতনা বিশ্বশান্তি ও নির্মল আনন্দ আনয়নে বিশেষ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। ইস্টার সানডেতে সরকারী ছুটি দাবি করেছেন খ্রীস্টান সম্প্রদায় ॥ শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইস্টার সানডেতে সরকারী ছুটির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট তপন মারাক, সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিন প্রমুখ। খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ইস্টার সানডেতে সরকারী ছুটি খ্রীস্টান সমাজের প্রাণের দাবি। ২০০৩ খ্রিস্টাব্দ থেকে এ দাবিটি উত্থাপিত হয়ে আসছে, কিন্তু এখনও পূরণ হয়নি। ইস্টার সানডেতে সরকারী ছুটি না থাকায় খ্রীস্টান ছাত্র-ছাত্রীসহ চাকরিজীবীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় এ দিনটি উদযাপন করতে পারেন না। অনেক সময় খ্রীস্টান ছাত্র-ছাত্রীদের ইস্টার সানডের দিন ক্লাস করতে হয় কিংবা পরীক্ষা লিখতে হয় যা মোটেও কাম্য নয়।
×