ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনজেনটা বাংলাদেশর নতুন এমডি গোলাম তৌহিদ

প্রকাশিত: ০৪:১৮, ১ এপ্রিল ২০১৮

সিনজেনটা বাংলাদেশর নতুন এমডি গোলাম তৌহিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এএমএম গোলাম তৌহিদ সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন। জনাব তৌহিদ ২০১৫ সালের মে মাসে হেড অব মার্কেটিং হিসেবে সিনজেনটায় যোগদান করেন এবং একই সঙ্গে কান্ট্র্রি লিডারশিপ টিমের অংশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্বকালীন সিনজেনটা বাংলাদেশকে একটি লাভজনক ও টেকসই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করতে কৌশলগত নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশ বন বিভাগের প্রাক্তন ফরেস্ট রেঞ্জ অফিসার মরহুম একরামুল হকের জ্যেষ্ঠ সন্তান জনাব তৌহিদ গ্রামীণফোনে যোগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন এবং পরবর্তীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে দীর্ঘ ৯ বছর টেরিটরি অফিসার থেকে শুরু করে রিজিওনাল ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার এবং ডিম্যান্ড ম্যানেজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সিনজেনটায় যোগদানের পূর্বে তিনি হেড অব সেলস হিসেবে এয়ারটেল বাংলাদেশে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সম্পন্ন করেন।
×