ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুদের হার কমানোর দাবি কাউন্সিল অব চেম্বারের

প্রকাশিত: ০৪:১৭, ১ এপ্রিল ২০১৮

সুদের হার কমানোর দাবি কাউন্সিল অব চেম্বারের

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের প্রয়োজনে ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানিয়েছে দেশের বিভিন্ন জেলা চেম্বার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সম্প্রতি এফবিসিসিআইয়ের কাউন্সিল অব চেম্বারের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে অভিযাত্রার যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় স্থানীয় পর্যায়ের সৃষ্ট সম্ভাবনার যথাযথ ব্যবহারে চেম্বারগুলোর অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেয়া হয়েছে। এছাড়াও অবকাঠামো উন্নয়নের জন্য জেলা চেম্বারগুলো শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়েরও সহায়তা চেয়েছে। অনুষ্ঠানে কাউন্সিলের সভাপতি ও এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়াও এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ সভায় অংশ নেন। সভায় দেশের ৩০টি জেলা চেম্বারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা চেম্বার নেতৃবৃন্দ তাদের ব্যবসা পরিচালনার প্রয়োজনে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চেম্বার নেতৃবৃন্দ জেলা পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে জেলা চেম্বার প্রতিনিধিবৃন্দকে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছেন।
×