ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারী আমানতের ৫০ শতাংশ বেসরকারী ব্যাংকে যাবে

প্রকাশিত: ০৪:১৭, ১ এপ্রিল ২০১৮

সরকারী আমানতের ৫০ শতাংশ বেসরকারী ব্যাংকে যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তারল্য সঙ্কট দূর করা ও সুদের হার কমাতে সরকারী প্রতিষ্ঠানের আমানতের ৫০ শতাংশ বেসরকারী ব্যাংকে রাখতে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংকগুলোর অনেক দিনের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানে সরকারী আমানতের মাত্র ২৫ শতাংশ বেসরকারী ব্যাংকে রাখার বিধান রয়েছে। তবে বিষয়টি নিয়ে আজ রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস-বিএবি’র কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সূত্র জানায়, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সঙ্কট এখন চরমে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারে, ব্যক্তি খাতের ঋণ প্রবাহে পড়েছে ভাটা। এ অবস্থায় আমানত সংগ্রহে অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে বেসরকারী ব্যাংকগুলো। আমানতের সুদের হার বাড়িয়েও কাজ হচ্ছে না। উপায় না দেখে সরকারী আমানত চায় বেসরকারী ব্যাংকগুলো। যা বর্তমানে ২৫ শতাংশের বেশি রাখার নিয়ম নেই। বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার জানান, ব্যাংকগুলোর তারল্য সঙ্কট দূর করার উপায় নিয়ে আলোচনার জন্যই শুক্রবার সন্ধ্যায় বেসরকারী ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও বেসরকারী ব্যাংকের এমডিদের সংগঠন এবিবি’র সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, এখন থেকে সরকারী আমানতের ৫০ শতাংশ অর্থ বেসরকারী বাণিজ্যিক ব্যাংকে রাখা হবে। এ বিষয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
×