ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

গত সপ্তাহে লেনদেন কমেছে ২৭ ভাগ

প্রকাশিত: ০৪:১২, ১ এপ্রিল ২০১৮

গত সপ্তাহে লেনদেন কমেছে ২৭ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য বেড়েছে, তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক কমেছে, বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৮৫ টাকার; যা আগের সপ্তাহ থেকে ৪৮৫ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৬৬৫ টাকা বা ২৭.৪৫ শতাংশ কমে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৭৫০ টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়ছে ১০৫ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮১৫ টাকা; যা আগের সপ্তাহ থেকে ১৩ কোটি ২৭ লাখ ৯৮ হাজার ৭৭৮ টাকা বা ১৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৯ লাখ ২৯ হাজার ৩৭ টাকার। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২৩.৭৫ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১০৬ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩১৪ পয়েন্টে। অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট, সিএসসিএক্স ১১ পয়েন্ট ও সিএসআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫৮৭৫, ১০৪০৩ ও ১১৬৬ পয়েন্টে। তবে অপর সূচক সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৯টির বা ৩২ শতাংশের, কমেছে ২০২টির বা ৫৯ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৯টির বা ৯ শতাংশের। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮১টির বা ২৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৫টির বা ৬৩ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৮ শতাংশের। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সালভো কেমিক্যাল, বেক্সিমকে, আমরা নেটওয়ার্ক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, কুইন সাউথ টেক্সটাইল ও ইফাদ অটো। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো: নদার্ন জুট, ডেল্টা লাইফ, প্রিমিয়ার ব্যাংক, গ্রীন ডেল্টা, ব্র্যাক ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, ইসলামিক ফাইন্যান্স, রেকিট বেনকিসার ও পপুলার লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো: কুইন সাউথ টেক্সটাইল, সিএ্যান্ড পিএম মিউচ্যুয়াল ফান্ড, জিল বাংলা সুগার, এমারেল্ড ওয়েল, সাভার রিফ্যাক্টরিজ ও শ্যামপুর সুগার।
×