ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈশাখী পারভেজের এগিয়ে চলা

প্রকাশিত: ০৪:১০, ১ এপ্রিল ২০১৮

 বৈশাখী পারভেজের এগিয়ে চলা

স্টাফ রিপোর্টার ॥ ইতোমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে নিজের অভিনয়শিল্পী সত্বার জানান দিয়েছেন এই সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল এবং সঙ্গীতশিল্পী বৈশাখী পারভেজ। নাটক টেলিফিল্মের পাশাপাশি সমানতালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্নাঙ্গ চলচ্চিত্র ও বিজ্ঞাপন চিত্রেও কাজ করছেন বৈশাখী। এছাড়া সঙ্গীত জগতেও পদচারণা বাড়ছে প্রতিনিয়ত। বৈশাখী অভিনীত টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে হাসান জাহাঙ্গীর রচিত ও পরিচালিত বৈশাখী টিভির ধারাবাহিক ‘চাঁপাবাজ’, আরটিভির ‘একশন গোয়েন্দা’, এশিয়ান টিভির একক নাটক ‘মেন্টাল’, ‘স্যালুট’, জাকির খান পরিচালিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অন্ধ ফকিরের আফসোস’ প্রভৃতি। এছাড়া রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ চলচ্চিত্রে কাজ করছেন তিনি। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সাঈদ খান। এছাড়া আরও একাধিক নতুন নতুন কাজের সঙ্গে সম্পক্ত হচ্ছেন তিনি। পাশে বিভিন্ন জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেলিং–করছেন। এর মধ্যে জনপ্রিয়শিল্পী ইলিয়াস ও নদীর গান অন্যতম। শিল্পী পরানের একটি গানে মডেল হয়েছেন বৈশাখী। যেটি অতি সম্প্রতি ইউটিউব মুক্তি পেয়েছে। অন্যের গানের পাশাপাশি বৈশাখী নিজের লেখা একটি গানও গেয়েছেন। ‘তুমি ছাড়া আমি ভাল নাই’ এমন কথার গানটির সুর মিউজিক করেছেন মেজর (অব.) এ কে এম মাসুদ পারভেজ। গানটিও ইউটিউবে শুনতে পারবেন শ্রোতারা। সব মিলে সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকটি শাখায় সমানতালে বিচরণ করছেন বৈশাখী পারভেজ। এছাড়া সম্প্রতি মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক অনুষ্ঠানে নিজের সাংস্কৃতিক মেধার প্রকাশ ঘটাবেন এমনটাই প্রত্যাশা বৈশাখী। বৈশাখী তার মেধা, কাজের প্রতি নিষ্ঠা এবং চর্চার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বৈশাখীর জন্য নিরন্তর শুভ কামনা।
×