ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে বস্তির আগুনে পুড়ল ৬৫ বসতঘর

প্রকাশিত: ১৮:৪১, ৩১ মার্চ ২০১৮

কেরানীগঞ্জে বস্তির আগুনে পুড়ল ৬৫ বসতঘর

অনলাইন ডেস্ক ॥ ঢাকার কেরানীগঞ্জের খান বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৫টি বসতঘর ও ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাতের বস্তির ভেতরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বস্তির সামনে প্রায় ২০-২৫টি দোকান রয়েছে। শুক্রবার রাতে বাসার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে বস্তির লোকজন দৌড়ে সড়কে আসে। এরপর কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ২ ঘণ্টা সময় লাগে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সজীব সরকার বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনের ঘটনায় হতাহতের ঘটনা হয়নি।
×