ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরাইলী সেনার গুলিতে তিন ফিলিস্তিনী আহত

প্রকাশিত: ০৬:১৮, ৩১ মার্চ ২০১৮

ইসরাইলী সেনার গুলিতে তিন ফিলিস্তিনী আহত

ফিলিস্তিনী স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার নিশ্চিত করেছেন, তিনটি আলাদা এলাকায় বন্দুকধারীর গুলিতে তিন ফিলিস্তিনী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এলাকাগুলো হচ্ছে গাজা উপত্যকার জাবালিয়া ও রাফা। তাদের অবস্থা স্থিতিশীল। -খবর হারেজ অনলাইন। খান ইউনিস শহরে শুক্রবার সকালে গুলিতে এক ফিলিস্তিনী কৃষক নিহত হন। অপর একজন ইসরাইলী ট্যাঙ্ক থেকে ছোড়া শেলের আঘাতে আহত হন। তার অবস্থা এখন সঙ্কটাপন্ন। হামাস নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভি জানায়, ওমর ওয়াহিদ সামুর (২৭) শুক্রবার সকালে নিহত হয়েছে। অপর এক ঘটনায় ইসরাইলী বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় দুজন সন্দেহভাজনকে গুলি করে বলে আইডিএফ জানায়। ইসরাইলী বাহিনী সীমান্তের বেড়ায় নিরাপত্তা অবকাঠামো নির্মাণের কাজে নিয়োজিত অবস্থায় গুলি করে। প্রতিরক্ষামন্ত্রী এ্যাভিগদোর লাইবেরম্যান টুইটারে শুক্রবার সকালে গাজার লোকজন বিক্ষোভ দেখায় বলে জানান। তিনি সতর্ক করে দেন যে, হামাস নেতৃবৃন্দ আপনাদের জীবন নিয়ে খেলছে। সীমান্তের কাছে যে কেউ আসবে তার জীবনই ঝুঁকিতে পড়বে। আমি আপনাদের পরামর্শ দেব আপনাদের জীবন রক্ষা করুন। এটি প্ররোচনায় অংশ নেয়ার জন্য নয়। গত কয়েক সপ্তাহ ধরেই আইডিএফ সতর্ক করে দিয়েছে যে, যদি কেউ সীমান্তের বেড়ার কাছে আসে ও ইসরাইলে প্রবেশ করার চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে। বিক্ষুব্ধ জনতার ওপর নজর রাখতে আইডিএফ ব্রিগেড, স্লাইপার ও সেনা মোতায়েন করেছে স্থানীয় বাহিনীকে সহায়তা করার জন্য।
×