ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই কোরিয়ার শীর্ষ বৈঠক ২৭ এপ্রিল

প্রকাশিত: ০৬:১৬, ৩১ মার্চ ২০১৮

দুই কোরিয়ার  শীর্ষ বৈঠক  ২৭ এপ্রিল

এক দশকেরও বেশি সময় পর আগামী ২৭ এপ্রিল প্রথমবারের মতো বৈঠক করবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। দুই দেশের সীমান্তবর্তী পানমুনজম গ্রামেই কিম ও মুনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে যৌথ এক বিবৃতিতে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা শীর্ষ বৈঠক আয়োজনের জন্য একটি প্রস্তুতিমূলক বৈঠক করার পরই এ দিনক্ষণ ঘোষণা করা হল। বৈঠকে কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ এবং দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কোন্নয়ন নিয়েই মূলত আলোচনা হবে। উত্তর কোরিয়ার নেতা কিম একদিন আগেই চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ প্রতিশ্রুতির পরপরই দুই কোরিয়ার শীর্ষ বৈঠকের ঘোষণা এলো। তবে এ বৈঠক হওয়ার আগে ৪ এপ্রিল দুই পক্ষের মধ্যে আরেকটি বৈঠক হবে। সে বৈঠকে প্রটোকল, নিরাপত্তা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ নিয়ে আলোচনা হবে। আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক বৈঠকের আগেই দুই কোরিয়ার নেতা শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন। পানমুনজম গ্রামের সাউথ কোরিয়ান পিস হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা। এক সংবাদ সম্মেলনে বৈঠকের ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান রি সন গাওন বলেন, ‘গত ৮০ দিনে দুই কোরিয়ার সম্পর্কে নজিরবিহীন অনেক ঘটনাই ঘটেছে।’ ১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধ একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়ার পর থেকে দুই দেশের নেতার মধ্যে মাত্র তৃতীয়বারের মতো শীর্ষ বৈঠক হতে চলেছে। সর্বশেষ শীর্ষ বৈঠক হয়েছিল ২০০৭ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রহ মু-হিয়ুনের মধ্যে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। এর আগে ২০০০ সালে পিয়ংইয়ংয়ে দুই দেশের নেতার মধ্যে আরেকটি বৈঠক হয়েছিল। -এএফপি
×