ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পাসপোর্ট তৈরি হবে বাইরে ॥ সাশ্রয় ১২ কোটি পাউন্ড

প্রকাশিত: ০৬:১৬, ৩১ মার্চ ২০১৮

 ব্রিটিশ পাসপোর্ট তৈরি হবে বাইরে ॥ সাশ্রয় ১২ কোটি পাউন্ড

ব্রিটেনের গৌরবোজ্জ্বল ব্লু পাসপোর্ট ছাপানোর কাজ বিদেশী একটি প্রতিষ্ঠানকে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী টেরেসা মেকে এ বিষয়ে হস্তক্ষেপের জন্য চাপ দেয়া হচ্ছে। সমালোচকেরা ব্রেক্সিট পরবর্তী ভবিষ্যতের এটি একটি অবমাননাকর চিত্র বলে বর্ণনা করেছেন।- গার্ডিয়ান। স্বদেশী প্রতিষ্ঠান ডে. লা র্যু-কে না দিয়ে নেদারল্যান্ডস ও ফ্রান্সের যৌথ মালিকানাধীন ফার্ম জিমাল্টোকে ব্রিটিশ পাসপোর্ট ছাপানোর দায়িত্ব দেয়ার খবরে ব্রেক্সিট পন্থীরা দারুণ ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ডে লা র্যু প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্টিন সাদারল্যান্ড বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, পাঁচ বছরব্যাপী পাসপোর্ট ছাপানোর জন্য সর্বনিম্ন দরপত্র দাতাকে এ কাজ দেয়া হয়েছে এবং এতে ব্রিটিশ করদাতাদের ১২ কোটি পাউন্ডের মতো অর্থের সাশ্রয় হবে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এই টেন্ডার বা দরপত্রে বিন্দুমাত্র কোন সন্দেহের অবকাশ নেই। কঠোর যাচাই-বাছাই, অবাধ ও তীব্র প্রতিযোগিতার মধ্যে শেষ মুহূর্তে সকল পক্ষের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হয়। বাছাইকৃত কোম্পানি পাসপোর্ট তৈরির গুণগত মান বজায় রেখে এর নিরাপত্তা বিধানের মাধ্যমে গ্রাহক ও করদাতাদের সন্তুষ্টি অর্জন করতে পারবে বলে আমাদের সকলের আস্থা অর্জন করেছে। ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, চূড়ান্তভাবে পাসপোর্ট তৈরির কাজ কোন প্রতিষ্ঠানকে দেয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা হবে না। টেরেসার একজন মুখপাত্র বলেন, এর বিরুদ্ধে কেউ আইনের আশ্রয় নেয় কীনা তা দেখার জন্য পরবর্তী দশদিন অপেক্ষা করা হবে। এ প্রসঙ্গে ব্রেক্সিটপন্থী রক্ষণশীল এমপি প্রীতি প্যাটেল মন্তব্য করেন যে, ‘এটি একটি জাতীয় অবমাননা।’ বিল ক্যাশ নামের অপর এক এমপি বলেন, ‘প্রকৃত অর্থে এটি একটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ।’
×