ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইয়েমেন সঙ্কটের কূটনৈতিক সমাধান খুঁজুন ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৬:১৫, ৩১ মার্চ ২০১৮

 ইয়েমেন সঙ্কটের  কূটনৈতিক সমাধান খুঁজুন ॥ জাতিসংঘ

ইয়েমেন সঙ্কটের কূটনৈতিক সমাধানে সৌদি আরবের প্রতি জাতিসংঘ আহ্বান জানিয়েছে। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি ইয়েমেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সৌদি আরব ইয়েমেনে মানবিক সহায়তার জন্য জাতিসংঘকে ৯৩০ মিলিয়ন ডলার দিয়েছে। বিবিসি। গুতেরেস মানবিক সহায়তার জন্য বিন সালমানকে ধন্যবাদ জানান। তিনি মানবিক সহায়তার পাশাপাশি ইয়েমেন যুদ্ধের একটি কূটনৈতিক সমাধানের জন্য সৌদি যুবরাজের প্রতি আহ্বান জানান। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। রিয়াদ জানিয়েছে, জোট আন্তর্জাতিক মানবিক আইন মেনেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই জোট আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ পর্যন্ত ইয়েমেন যুদ্ধে প্রায় ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে।
×