ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি শর্ত দেয়ার নামে নির্বাচন বর্জনের পাঁয়তারা করছে ॥ ইনু

প্রকাশিত: ০৫:৩৪, ৩১ মার্চ ২০১৮

বিএনপি শর্ত দেয়ার নামে নির্বাচন বর্জনের পাঁয়তারা করছে ॥ ইনু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি শর্ত দেয়ার নামে আগামী নির্বাচন বানচাল ও বর্জনের উসিলা খুঁজছে, পাঁয়তারা করছে। তারা ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এটা হতে দেয়া যাবে না। খালেদা জিয়ার মুক্তির বিষয়টি কোন রাজনীতির লেনদেনের বিষয় নয়, এটা আদালতের ব্যাপার। খালেদার মুক্তির বিষয় নিয়ে যারা শর্ত দেয়, ওই শর্ত আমরা মানি না। সংবিধান রক্ষার জন্য যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই ডিসেম্বরের নির্বাচন বন্ধ হবে না তিনি বলেন, বিএনপি এখন রাজনীতি ও দেশের শান্তির ক্ষেত্রে বিষবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে শান্তি আনতে হলে রাজনীতির বিষবৃক্ষ, রাজাকার ও জঙ্গীর আস্তানা ধ্বংস করতে হবে। তাই খালেদা জিয়া ও বিএনপিকে চিরদিনের জন্য রাজনীতি এবং ক্ষমতার বাইরে রাখতে হবে। এ বিষবৃক্ষকে উৎখাত করা না হলে দেশে আবার জামায়াত, জঙ্গী ও আগুন সন্ত্রাসের সৃষ্টি হবে। উন্নয়নের ক্ষেত্রে দেশ আবার হোঁচট খাবে। তিনি বলেন, বিএনপি এবং খালেদা জিয়ার সঙ্গে জাসদ কোনদিন আপোস করবে না, তাদের সঙ্গে রাজনীতি করবে না। ওরা কর্নেল তাহেরকে হত্যা করেছে, ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়েছে। ওরা পাঁচ হাজার সৈন্যকে হত্যা করেছে। আমি কয়েকদিনের মধ্যে সে বিষয়ে মুখ খুলব। যেমনিভাবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, মানুষ পোড়ানোর বিচার হচ্ছে, এতিমদের টাকা আত্মসাতের দায়ে খালেদা জিয়ার সাজা হয়েছে তেমনিভাবে ক্যান্টনমেন্টকে কসাইখানা বানানোর জন্য যারা দায়ী সেই জেনারেল জিয়ার ইতিহাসটাও আমি বলব। কোন রেহাই পাবে না। আমি হিসাব-নিকাশ পরিষ্কার করতে চাই। মন্ত্রী শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
×