ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুই আনসার সাসপেন্ড

প্রকাশিত: ০৫:৩২, ৩১ মার্চ ২০১৮

শাহজালালে দুই আনসার সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের লাগেজ তল্লাশি করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই আনসার সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দুই আনসার সদস্য বিমানবন্দর কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল দশটায় সচিব মোস্তফা কামাল উদ্দীন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১০৩ নম্বর ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। অভ্যন্তরীণ টার্মিনালের গেট দিয়ে প্রবেশের সময় তাঁর লাগেজটি নিয়মানুযায়ী স্ক্যানারে ঢোকানো হয়। স্ক্যানার লাগেজটিতে ধাতব জাতীয় কোন পদার্থ থাকার সিগন্যাল দেয়। এ সময় কর্তব্যরত দুই আনসার লাগেজ তল্লাশি করার প্রয়োজনীয়তার বিষয়টি লাগেজ মালিককে জানান। লাগেজটি তল্লাশির অনুমতি দেয়ার জন্য লাগেজ মালিককে সবিনয় অনুরোধ করেন। লাগেজ মালিক তখন নিজের পরিচয় দেন। পরিচয় জানার পর আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালনের জন্য হলেও লাগেজটি চেক করার অনুমতি চান। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র সচিব বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ বিমানবন্দরের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দুই আনসার সদস্যকে বিমানবন্দরের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের উর্ধতন কর্মকর্তারা তাদের হেফাজতে নেন। পরবর্তীতে দুই আনসার সদস্যকে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের হেফাজতে নেন। দুই আনসারকে ক্লোজ করা হয়নি। তবে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আনসার সদস্য জহিরুল ইসলাম (পরিচয়পত্র নম্বর-১৯১৮৬৬৬) ও সেন্টু রহমানকে (পরিচয়পত্র নম্বর-৬৯০০৩০৮৩৯) দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তবে ওই লাগেজে কি ছিল তা জানা যায়নি। এ ব্যাপারে রাতে সচিব মোস্তফা কামাল উদ্দীনের সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
×