ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আহত ৭৫০

গাজায় ইসরাইলী বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৫:৩০, ৩১ মার্চ ২০১৮

গাজায় ইসরাইলী  বাহিনীর সঙ্গে  সংঘর্ষে সাত  ফিলিস্তিনী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসরাইলের গাজা সীমান্তের কাছে ইসরাইলী বাহিনীর সঙ্গে শুক্রবার ফিলিস্তিনীদের সংঘর্ষে অন্তত সাত ফিলিস্তিনী নিহত ও ৭৫০ জন আহত হয়েছেন। ভূমি দিবসের ৪২তম বার্ষিকীতে ফিলিস্তিনীরা এই বিক্ষোভের আয়োজন করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিস্তিনী ভূখন্ড দখলের প্রতিবাদে ইসরাইল সরকারের বিরুদ্ধে বিক্ষোভকালে ১৯৭৬ সালের এই দিনে ইসরাইলী বাহিনী ছয় নিরস্ত্র ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করে। এরই অংশ হিসেবে ফিলিস্তিনীরা প্রতিবছর এই দিনে বিক্ষোভের আয়োজন করে। খবর আলজাজিরা, এএফপি ও বিবিসির। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়, ২৫ বছর বয়সী মোহাম্মদ নাজ্জারকে গাজা উপত্যাকার জাবালিয়ায় সংঘর্ষের সময় গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া ৩৪ বছর বয়সী মাহমুদ ও ২২ বছর বয়সী মোহাম্মদ আবু ওমরকে রাফায় হত্যা করা হয়েছে। এদিকে, নিহত অন্য তিনজন হলেন ১৯ বছর বয়সী আহমেদ ওদুদ, ৩৩ বছর বয়সী জিহাদ ফ্রেঞ্চ ও মোহাম্মদ সাদী রামি। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরাইলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেয়ার প্রতিবাদে সীমান্ত বরাবর এ বিক্ষোভের ডাক দেয়া হয়। শুরুর দিন হিসেবে বেছে নেয়া হয়েছে ৩০ মার্চকে। ১৯৭৬ সালের এদিন ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরাইলী নিরাপত্তা বাহিনীর হাতে ছয় বিক্ষোভকারী নিহত হন।
×