ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কংক্রিট পাইপের আদলে বাড়ি

প্রকাশিত: ০৫:১০, ৩১ মার্চ ২০১৮

কংক্রিট পাইপের আদলে বাড়ি

স্যুয়ারেজ ও পানির সংযোগের জন্য ব্যবহৃত কংক্রিট পাইপের আদলে ঘরের নক্সা করেছেন হংকংয়ের স্থপতি জেমস ল। এই উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে হংকংয়ের নাগরিকদের দীর্ঘদিনের আবাসন সঙ্কট মোকাবেলা করা যাবে বলে আশা করছেন তিনি। গত ৭ বছর ধরে পৃথিবীর সবচেয়ে বেশি বাড়ি ভাড়া গুণতে হয়েছে হংকংয়ের নাগরিকদের। তাই বাসা ভাড়ার খরচ কমাতে বিকল্প আবাসন তৈরি করেছেন স্থপতি জেমস ল। কংক্রিটের পাইপ দিয়ে তৈরি এই ছোট্ট বাড়ির নাম ও-পড। শোবার ঘরের সঙ্গে একটি বাথরুমও রয়েছে। এতে পানির সিঙ্ক, এসি আর ছোট আকারের আসবাবপত্রও রাখা যাবে। আড়াই মিটার প্রস্থের ১০০ বর্গফুটের এসব বাড়ি যেকোন ফ্লাইওভারের নিচে বা দুই এ্যাপার্টমেন্টের মাঝে সহজেই আঁটবে। একটির ওপর আরেকটি ও-পড রেখে বহুতল বাড়িও গড়ে তোলা যাবে। প্রতিটি ও-পড তৈরিতে খরচ পড়বে ১৫ হাজার মার্কিন ডলার। আর মাসিক ভাড়া ৪০০ ডলার। শিক্ষার্থী ও তরুণদের জন্যেও এ ধরনের ঘর বেশ সাশ্রয়ী। স্থপতি জেমস ল বলেন, ‘এ ধরনের ঘরবাড়ি খুব সহজেই বহনযোগ্য। আমাদের নির্মাণ ‘স্থল থেকে ট্রাকে করে এটাকে যে কোন জায়গায় পৌঁছে দেয়া সম্ভব। হংকংয়ে একটি ছোট বাড়ি করতে গেলেও এর চেয়ে তিনগুণ বেশি খরচ পড়বে। এটা কম দামে অভিনব আর সাশ্রয়ী স্থাপত্যের একটা নিদর্শন।’ এখনও প্রাথমিক পর্যায়ে আছে প্রকল্পটি। তবে দেশী বিদেশী ক্রেতাদের দ্রুত সাড়া পাওয়ায় বাণিজ্যিকভাবে ও-পড বাজারে আনার চিন্তা করছেন ।-টিবিএন টোয়েন্টিফোর টিভি।
×