ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর হত্যার পর মুক্তিযোদ্ধাদের বিভাজনের চেষ্টা করা হয়েছে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৭, ৩১ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুর হত্যার পর মুক্তিযোদ্ধাদের বিভাজনের চেষ্টা করা হয়েছে ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ মার্চ ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার পর এদেশের মুক্তিযোদ্ধাদেরও বিভাজন করার চেষ্টা করা হয়েছে এবং তাদের চরিত্র হরণ করা হয়েছে। বিএনপি ও তাদের দোসররা দেশটাকে পাকিস্তানের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্যই এই অপতৎপরতা চালিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযোদ্ধাদের মান মর্যদা বৃদ্ধি করেছে এবং ভাতাসহ তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুুবিধা প্রদান করে চলেছে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই ধারা অব্যাহত থাকবে তা-নাহলে দেশকে আবার পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। তিনি শুক্রবার বেলা সাড়ে এগারোটায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হাট-বাজারের আয় লব্ধ টাকা থেকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনুদান প্রদান এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী প্রগতি প্রকল্পের সমিতিভুক্ত সদস্যদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জাবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সুরুজ ও সহকারী কমিশনার ভুমি বেগম লুতফুনন্নেছা বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে পল্লী উন্নয়ন বোর্ডের জেলার উপ-পরিচালক শ্যামা প্রসাদ দে বক্তব্য রাখেন। সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২৯২ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ লাখ ১৬ হাজার ৮শ টাকা অনুদান এবং পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যভুক্ত ৩০ জনকে ২০ হাজার টাকা করে ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। পল্লী উন্নয়ন বোর্ড সদর উপজেলার কর্মকর্তা মোঃ আবু জাফল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
×