ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯৯৯ নম্বরে ফোন করে শিয়াল থেকে রক্ষা

প্রকাশিত: ০৫:০৪, ৩১ মার্চ ২০১৮

৯৯৯ নম্বরে ফোন করে শিয়াল থেকে  রক্ষা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অবশেষে শিয়ালের জিম্মিদশা থেকে প্রায় এক ঘণ্টা পর মুক্তি মিলেছে একটি পরিবারের। ফায়ার সার্ভিসের লোকজন শিয়ালটিকে আটক করতে সক্ষম হয়েছে। পরে শিয়ালটিকে পরিবেশ রক্ষার স্বার্থে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৮১ নম্বর ছয়তলা একটি বাড়ির গেটের নিচ দিয়ে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে ক্ষুধার্ত একটি শিয়াল ঢুকে পড়ে। ঢুকেই শিয়ালটি শিকারের আশায় দৌড়াদৌড়ি করতে থাকে। ক্ষুধার যন্ত্রণায় শিয়ালটি খুবই আক্রমণাত্মক আচরণ করছিল। ভয়ে বাড়ির লোকজন দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করতে থাকে। বাড়ির নিরাপত্তাকর্মী রহমান শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে তাকে আক্রমণ করে। এরপর শিয়ালটি সিঁড়ির নিচে থাকা মোটর রুমের ভেতরে আত্মগোপন করে। মানুষ দেখামাত্রই শিয়ালটি ছোটাছুটি করতে থাকে। বাড়ি মালিক জাবেদ আলী জানান, বাড়ির প্রধান গেটের নিচে ছয় ইঞ্চি ফাঁকা আছে। সেখান দিয়েই শিয়ালটি বাড়ির ভেতরে ঢুকে। ১৩ নম্বর সেক্টরের পাশে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট ও হাইওয়ের পাশের যে কোন এলাকায় শিয়ালটির বাস বলে ধারণা করা হচ্ছে। অনেক চেষ্টার পরও শিয়ালটিকে ধরা যাচ্ছিল না, বেরও হচ্ছিল না। শেষ পর্যন্ত ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। এরপর উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টার পর শিয়ালটিকে জীবিত অবস্থায় আটক করতে সক্ষম হয়। পরে শিয়ালটিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়া হয়।
×