ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পিডিবির কর্মকর্তাদের দৌরাত্ম্যে দিশেহারা গ্রাহক

প্রকাশিত: ০৪:৪৬, ৩১ মার্চ ২০১৮

চট্টগ্রামে পিডিবির কর্মকর্তাদের দৌরাত্ম্যে দিশেহারা গ্রাহক

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ করায় এক গ্রাহককে ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে বলেছেন পিডিবির এক কর্মকর্তা। মিটার সংযোজনার জন্য নেয়া দেড় লাখ টাকার কৈফিয়ত চাওয়ায় আরেক গ্রাহকের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন পিডিবির কর্মকর্তারা। বুধবার দুদকের গণশুনানিতে গ্রাহকদের কাছ থেকে এমন নানা অনিয়ম তথ্য উঠে আসে। এ সময় পিডিবির কর্মকর্তারা সংশোধন না হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দুদক কমিশনার। ভুতুড়ে বিল, ঘটনাস্থলে না গিয়ে অনুমাননির্ভর বিল করা, মিটারের চেয়ে বিলে রিডিং বেশি ও নানা অজুহাতে প্রি-পেইড মিটারের মাধ্যমে টাকা হাতানোসহ নানা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পিডিবির বিরুদ্ধে। গ্রাহকদের এমন অভিযোগের ভিত্তিতে বুধবার চট্টগ্রাম পিডিবির প্রধান কার্যালয়ে গণশুনানির আয়োজন করে দুদক। এতে অংশ নিয়ে ৩৪ জন গ্রাহক নানা তথ্য তুলে ধরেন। এ সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার গ্রাহক মনছুর আলম কেঁদে কেঁদে জানান, মিটার সংযোজনার জন্য এক বছর আগে ১ লাখ ৬০ হাজার টাকা জমা দেন তার বাবা। সংযোগ কেন হচ্ছে না, তা জানতে চাইালে ক্ষুব্ধ হয়ে মনছুর এবং তার বাবার বিরুদ্ধে উল্টো মামলা ঠুকে দেন পিডিবির কর্মকর্তারা। ‘কেন আমাদের মিটার দিচ্ছেন না, জিজ্ঞাসা করলে তারা মারধর। এরপর আমার বাবা যখন উত্তেজিত হয়ে পড়ে তখন সেটা ভিডিও করেছে এবং সরকারী কাজে বাধা দেয়ার জন্য আমাদের নামে মামলা দিয়েছে। আমার আব্বা এখনও জেল খাটছে। আমি এর বিচার চাই।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন মনছুর। নগরীর নিউমুরিং থানার আরেক গ্রাহক আবু বক্কর ভুতুড়ে বিলের বিষয়টি পিডিবির কর্মকর্তাদের জানান বারবার। পরে অফিসে গিয়ে অভিযোগ করলে তাকে ভবন থেকে লাফ দিতে বলেন মিটার রিডার ওমর ফারুক। গণশুনানিতে দুদক কমিশনার ড. নাছির উদ্দীন আহমেদ বলেন, ভুল করলে আপনারা সংশোধন হয়ে যান, নইলে কারাগারে যেতে হবে। তিনি বলেন, ‘সংশোধন না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। জেলখানায় যেতে হবে আপনাদের এবং চাকরি থেকে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে।’ এদিকে অভিযুক্ত মিটার রিডার ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। জন ভোগান্তি কমাতে প্রতি শনিবার ৩টা থেকে ৫ পর্যন্ত গণশুনানি হবে বলেও জানান পিডিবির বিতরণ (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। পরে গ্রাহক ভোগান্তি কমাতে দুদক কমিশনার চট্টগ্রামের আওতাধীন ১২টি নির্বাহী প্রকৌশলী দফতরে ক্রমান্বয়ে গণশুনানি আয়োজন করার নির্দেশ দেন।
×