ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে কাক্সিক্ষত সেবা দিতে পারছে না বিআরটিসি

প্রকাশিত: ০৪:৪৬, ৩১ মার্চ ২০১৮

চট্টগ্রামে কাক্সিক্ষত সেবা দিতে পারছে না বিআরটিসি

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে কাক্সিক্ষত সেবা দিতে পারছে না সরকারী পরিবহন সংস্থা বিআরটিসি। সংস্থার ৭৬ টি বাসের মধ্যে সচল আছে মাত্র ৪০ থেকে ৪৫টি। যেগুলো দিয়ে নয়টি রুটে নামমাত্র যাত্রী পরিবহন করছে সংস্থাটি। সংশ্লিষ্টদের অভিযোগ, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতির কারণে পিছিয়ে পড়ছে সংস্থাটি। যদিও ডিপো ব্যবস্থাপকের দাবি, ব্যয়বহুল মেরামত কাজ, বেসরকারী মালিক সংগঠনের দাপট এবং বাস সঙ্কটের কারণে কাক্সিক্ষত সেবা দিতে পারছে না তারা। বেসরকারী বাস মালিকদের ভাড়া নৈরাজ্য ঠেকাতে গড়ে তোলা হয় সরকারী পরিবহন সংস্থা বিআরটিসি। কিন্তু চট্টগ্রামে কিছু রুটে হাতে গোনা কয়েকটি বাস ছাড়া দেখা যায় না সংস্থাটির তেমন কোন সেবা। যাত্রীদের অভিযোগ, নগরীর বিভিন্ন রুটে আছে বাস সঙ্কট। যে কারণে গাড়ির জন্য অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এরমধ্যে কোনমতে বাস মিললেও ইচ্ছেমাফিক ভাড়া আদায় করে চালকরা। কিন্তু সে জায়গায় সেবা দিতে ব্যর্থ বিআরটিসি। এমন সঙ্কটের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী নতুন পাড়ায় বিআরটিসির বাস ডিপোতে মিলল ভিন্নচিত্র। যেখানে পরিত্যক্ত হয়ে আছে সংস্থাটির বিভিন্ন মডেলে অন্তত ২০টি বাস। আর পরিত্যক্ত হওয়ার অপেক্ষায় আরও ৩০ থেকে ৪০টি। তবে ডিপো ব্যবস্থাপকের দাবি, বিভিন্ন রুটে পরিবহন মালিক সংগঠনের দাপট, বাসগুলোর মেরামতে অর্থের অভাব এবং যন্ত্রাংশের দুষ্প্রাপ্যতাসহ নানা কারনে কাক্সিক্ষত সেবা দিতে পারছে না সংস্থাটি। বিআরটিসির চট্টগ্রাম ডিপোতে মোট বাসের সংখ্যা ৭৬টি। অনেক বাস বিকল বলে ১১টি রুটের মধ্যে বর্তমানে ৯ টিতে জোড়াতালি দিয়ে যাত্রী পরিবহন করছে সরকারী এ সংস্থাটি।
×