ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অসহনীয় যানজট

প্রকাশিত: ০৪:৪৬, ৩১ মার্চ ২০১৮

 কক্সবাজারে অসহনীয়  যানজট

স্টাফ রিপোর্টার ॥ পর্যটন শহর কক্সবাজারের অসহনীয় যানজট কোনভাবেই রোধ করা যাচ্ছে না। ৩৩ বর্গকিলোমিটার আয়তনের পৌর শহরে চলাচল করে ২৫ হাজারের বেশি যানবাহন। তবে সবচেয়ে বেশি দৌরাত্ম্য যে যানটির, তা হল ইজি বাইক বা টমটমের। এর সঙ্গে রয়েছে সরু রাস্তাসহ নানা সমস্যা। তবে এর থেকে মুক্তি পেতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ব্যাটারিচালিত ইজি বাইক বা স্থানীয়ভাবে টমটম নামে পরিচিতি এসব বাহন। কক্সবাজার শহরের রাস্তাগুলোতে এই বাহনটির দাপট। আবার এসব বাহনের বেশিরভাগই অবৈধ। সঙ্গে রিক্সা, অটোরিক্সা, মিনিবাসসহ অন্যান্য যানবাহনতো আছেই। ৩৩ বর্গ কিলোমিটার আয়তনের এই পর্যটন শহরের হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রধান সড়কের দূরত্ব ৬ কিলোমিটার। যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় মানুষকে। সঙ্গে সরু রাস্তা, ফুটপাথ দখল, যত্রতত্র পার্কিংসহ নানা সমস্যা তো আছেই। রাস্তায় অতিরিক্ত যান চলাচলের কথা স্বীকার করছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও। যদিও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে বেশ কিছু উদ্যোগের কথা বলছেন তারা। যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করা, বিকল্প রাস্তা তৈরিসহ নানা পরিকল্পনার কথা বলছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। কক্সবাজারে প্রধান সড়ক ছাড়াও অলিগলি মিলে সড়ক রয়েছে ২০টির বেশি। যেখানে সব মিলিয়ে চলে ২৫ হাজারের বেশি যানবাহন।
×