ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এই ইঁদারা গণহত্যার নীরব সাক্ষী

প্রকাশিত: ০৪:৪০, ৩১ মার্চ ২০১৮

এই ইঁদারা গণহত্যার নীরব সাক্ষী

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিবাহিনী এবং তাদের দোসর রাজাকারদের অত্যাচার ও গণহত্যার নীরব সাক্ষী সেই মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ডাক বাংলোর সামনে অবস্থিত ইদারার খবর কেউ রাখে না। ইদারাটি ভরাট করে তার ওপর দোকান বসে। পাকিস্থানী সেনারা মহান মুক্তিযুদ্ধের সময় মাগুরার আড়পাড়া ডাক বাংলোয় ক্যাম্প করেছিল। ডাক বাংলোটি ফটকি নদীর তীরে অবস্থিত। পাকবাহিনী ও তাদের দোসর রাজাকাররা নদীপথে যে সমস্ত মানুষ যেত তাদের ধরে এনে নির্মম অত্যাচারের পর হত্যা করে ফটকি নদীতে অথবা যারা যেত তাদের হত্যা করে এই ইদারায় ফেলে দিত। ফলে শত শত মানুষ হত্যার নীরব সাক্ষী এই ইদারা। বর্তমানে ইদারাটি ভরাট করে তার ওপর প্রতি সপ্তাহে হাটের দিনে দোকান বসে। এদিকে মাগুরা শহরের আনসার ক্যাম্প, সরকারী কলেজ, পিটিআই, এবং রাজাকার, শান্তি কমিটি শহরের রেনুকা ভবন, গোল্ডেন ফার্মেসী, দত্ত বিল্ডিংয়ে তারা ক্যাম্প করে। পাকিস্তানী বাহিনী তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনী বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে এসব স্থানে আটক রেখে হত্যা করে। ঢাকা রোড ব্রিজ, ক্যানেলে ও পিটিআইর মধ্যে শত শত মানুষ ও মুক্তিযোদ্ধাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত এবং পিটিআইএর মধ্যে কবর দিত। কোন স্থানে স্মৃতিফলক নেই। শুধুমাত্র পিটিআইয়ের সামনে ৭/৮ ডিসেম্বর যুদ্ধ ক্ষেত্র এই ফলক রয়েছে। -সঞ্জয় রায় চৌধুরী মাগুরা থেকে
×