ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মজার খবার

প্রকাশিত: ০৪:৩৪, ৩১ মার্চ ২০১৮

মজার খবার

মাছের সামাজিকতা! মাছকে একসময় মনে করা হতো অনুভূতিহীন প্রাণী। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞানীরা জানতে পারছেন যে, মাছেরও আছে নিজেদের সামাজিক জীবন। মাছও বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। তারা শোক প্রকাশ করে, একসঙ্গে শিকারে যায়। এমনকি বিভিন্ন অদ্ভুত রকমের যৌন সম্পর্কেও জড়ায়। মাছের এই অজানা জীবন দেখতে হলে যেতে হবে সাগরের গভীরে। ক্লাউন ফিশ বা সং মাছ বিষাক্ত এক ধরনের জলজ ফুলগাছে বাসা বানায় এই মাছ, যা শিকারিদের দূরে রাখে। প্রায়ই এক মাছের বাসায় কয়েকদিন বেড়াতে আসে অন্য কোন এক মাছ। মাছেরাও একে অপরকে রক্ষা করে। র‌্যাবিট ফিশ বা খরগোশ মাছরা দুপুরে একসঙ্গে খেতেও যায়। একজন যখন গভীর জলে প্রবালপ্রাচীরে জন্মানো শেওলা খেতে ব্যস্ত, অন্যজনের চোখ তখন শিকারিদের সন্ধানে। এভাবে ভাগাভাগি করেই খাবার খায় খরগোশ মাছ। এতদিন শুধু উচ্চবুদ্ধির প্রাণীদের মধ্যেই এমন সামাজিকতা দেখা যেত। সূত্র : কিডস ডেইলি
×