ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৭ম শ্রেণীর শিক্ষার্থী অপহৃত

প্রকাশিত: ০৪:৩০, ৩১ মার্চ ২০১৮

চট্টগ্রামে ৭ম শ্রেণীর  শিক্ষার্থী অপহৃত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কোচিং করতে বেরিয়ে ৫ দিনেও বাসায় ফিরে আসেনি হালিশহর শহীদ লে. জেনারেল এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শ্রীকান্ত দেবনাথ (১৩)। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এদিকে, একটি মোবাইল ফোন থেকে স্বজনদের কাছে টেলিফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ফলে ছেলেটি অপহৃত হয়েছে বলে অনেকটাই নিশ্চিত তার অভিভাবকরা। সিএমপির হালিশহর থানায় এ ব্যাপারে একটি জিডি করেছেন শ্রীকান্ত দেবনাথের পিতা হালিশহর হাউজিং এস্টেট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরুণ কান্তি নাথ। এতে তিনি জানান, স্কুলের সন্নিকটে অন্বেষা কোচিং সেন্টারে ক্লাস করত তার পুত্র। প্রতিদিনের ন্যায় গত ২৫ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে হালিশহর আচার্য্যপাড়ার বাসা হতে কোচিং করতে বের হয় শ্রীকান্ত। কিন্তু যথাসময়ে ফিরে না আসায় তিনি আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান চালিয়ে সন্তানের খোঁজ পেতে ব্যর্থ হন। ২৭ মার্চ রাত ৮টা ৫৬ মিনিটে ০১৮৩৬৪০০৬৪৩ নম্বর থেকে একটি ফোন আসে। তখন অপরপ্রান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ২ লাখ টাকার বিনিময়ে শ্রীকান্তকে ছেড়ে দেবে বলে জানায়। পরদিন ২৮ মার্চ একই ফোন থেকে আবারও টাকা দাবি করা হয়। এভাবে একাধিক দফায় ফোন আসে। মুক্তিপণের জন্য টাকা যোগাড় করে তিনি (ছেলের বাবা) হালিশহর বড়পুল এলাকার দিকে আসছেন কিনা তাও জানতে চাওয়া হয়। তরুণ কান্তি নাথ বলেন, আমি বড়পুল গিয়ে ফোন করলে ওই নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর বার বার যোগাযোগ চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। এমতাবস্থায় সন্তান অপহৃত হয়েছে ধারণা করে তাকে উদ্ধারের জন্য তিনি পুলিশ প্রশাসনের শরণাপন্ন হন।
×