ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার মাসে ‘আঁধার কাটুক হাজার আলোয়’

প্রকাশিত: ০৪:২০, ৩১ মার্চ ২০১৮

স্বাধীনতার মাসে ‘আঁধার কাটুক হাজার আলোয়’

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলন কেন্দ্রে (টিএসসি) ২৫ মার্চ, রবিবার গণহত্যা দিবস উপলক্ষে ভয়াল কালরাতের শহীদদের স্মরণে ‘আঁধার কাটুক হাজার আলোয়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে আরটিভি। রাত ৮টায় এই আয়োজন শুরু হয়। আয়োজনের সবশেষে রাত ১২-০১ মিনিটে ছিল শহীদের স্মরণে প্রদীপ প্রজ্বালন। হাজার আলোয় কেটে যাবে আঁধারের কালো অধ্যায়। এমন প্রত্যয় নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বালন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ড. সৈয়দ আনোয়ার হোসেন, কাজী ফিরোজ রশীদ এমপি, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, এ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এমপি, সানজিদা খানম এমপি, মঞ্চসারথী আতাউর রহমান, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলুসহ দেশের অনেক ?গুণীজন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মাহিদুল ইসলাম ও শাকিলা মতিন মৃদুলা। এর আগে রাত ৮টায় ‘তোমাদের যা বলার ছিল, বলছে কি তা বাংলাদেশ’- কবি আসাদ চৌধুরীর লেখা এই কবিতার লাইন উচ্চারণ করেই সঞ্চালক মাহিদুল ইসলাম মঞ্চে এসে স্বাগত জানান উপস্থিত দর্শক-শ্রোতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সবুজ চত্বরে তখন জমায়েত হয়েছেন অগণিত দর্শক, যাদের বেশিরভাগই তরুণ।এ প্রজন্মের দর্শক-শ্রোতাদের সামনে দেশের গান এবং মহান মুক্তিযুদ্ধের সময় রক্তে আগুন জ্বালানো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে শিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেন ২৫ মার্চের ভয়াল কালরাতে শহীদের আত্মার প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেতা কে এস ফিরোজ, মাসুম রেজা, এস এ হক অলীক, আহসান হাবীব নাসিম প্রমুখ।
×