ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হ-য-ব-র-ল প্রযোজিত ‘জাহানারা জাহানারা’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:১৯, ৩১ মার্চ ২০১৮

হ-য-ব-র-ল প্রযোজিত ‘জাহানারা জাহানারা’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আজ শনিবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও ভারতের নাট্যশিল্পীদের পরিবেশনায় পাঠাভিনয় এবং সন্ধ্যা ৭টায় চন্দন সেন রচিত ও নির্দেশিত হ-য-ব-র-ল প্রযোজিত নাটক ‘জাহানারা জাহানারা’ নাটকের মঞ্চায়নের আয়োজন করেছে। পাঠাভিনয় করবেন ভারতের চন্দন সেন ও বিন্দিয়া ঘোষ এবং বাংলাদেশের অধ্যাপক আব্দুস সেলিম ও তপন হাফিজ। ‘জাহানারা জাহানারা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাজারাম-তপন বিশ্বাস, জাহানারা-বিন্দিয়া ঘোষ, শুভঙ্কর-পার্থ চৌধুরী, হরনাথ-স্বপন সিংহ রায়, শ্যাম-ঋতু চক্রবর্তী, অমর্ত্য-সঞ্জয় বসু, নীপা-মৌমিতা চক্রবর্তী, প্রভাত সান্যাল-সুভাষ মৈত্র, বুল্টন-পতিত পাবন মন্ডল ও শ্যামল দে, হাবিলদার-রাজা দে সরকার, বিনি-দেবাদৃতা বাসু, সাংবাদিক-অরিজিৎ গোস্বামী, পার্বতী-শঙ্করী মজুমদার, বস্তিবাসী-দীপঙ্কর দাস, সৌরভ বিশ্বাস, হরিণাঙ্ক চক্রবর্তী ও সুদর্শন পান্ডে। নাটকের নেপথ্যে কাজ করেছেন পোশাক-বিন্দিয়া ঘোষ, মঞ্চ-নীলাভ চট্টোপাধ্যায় ও নীল কৌশিক, আলো-মনোজ প্রসাদ, আবহ-শুভদীপ গুহ, আবহ প্রেক্ষেপণ-সৌরভ বিশ্বাস ও সঞ্জয় বসু, প্রযোজনা উপদেষ্টা-অশোক মুখোপাধ্যায়। ‘জাহানারা জাহানারা’ নাটকের গল্পে দেখা যাবে সকাল বেলা ক্যানিং বা ডায়মন্ড হারবার লোকাল ধরে জাহানারা বালিগঞ্জ রেলস্টেশনে নামে। লেডিস টয়লেটে ঢুকে শাঁখা-সিন্দুর-শাড়ি পরে ভোল পাল্টে ব্যানার্জী, মুখার্জী হয়ে ওরা ঢুকে পড়ে রাসবিহারী কিংবা গড়িয়াহাট বা কসবার কোন সম্ভ্রান্ত বনেদী পরিবারে, যে পরিবারের সাত পুরুষের বিগ্রহ পূজার ছোট মন্দিরে শুধু ব্রাহ্মাণ ঝি প্রবেশ করতে পারে। হয়ত গৃহকর্তার পুত্রবধূরও প্রবেশ নিষেধ সেখানে, কারণ পুত্রটি একজন শীল উপাধির কন্যাকে প্রেম করে বিয়ে করেছে যে! জাহানারা এখন জুঁই ব্যানার্জী হয়ে এমনই এক পরিবারে ঢুকে হয়ত প্রতিশোধ নেয় তার প্রিয় সঙ্গীতশিল্পী বাবার জাতের কারণে আর দারিদ্র্যের অপমানে আত্মঘাতী হওয়ার ঘটনাকে মনে করে। দিনের বেলা ক্যানিং লাইনের ইসলামপুর বস্তির নোংরা জীবনে, নোংরা যাপনে, নোংরা ভাষায় অভ্যস্ত জুঁই আর শ্যামারা স্থান-কাল বদলে ঘরে গিয়ে আবার জাহানারা, শামিমা হয়। শিক্ষিত ভক্ত তথাকথিত প্রগতিবাদী পরিবারের পরতে পরতে জড়িত থাকা হীনম্মন্যতা আর সংসারের অন্ধকারের উল্টো দিকে জাহানারা লড়াই চালায়, নিজেদের রক্ত-মাংসের সঙ্গে যত্ন একান্তে বড় হয়ে ওঠা সন্তানকে পাচারকারী আর সমাজবিরোধীদের হাত থেকে বাঁচানোর জন্য।
×