ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্নীতি ও অপচয় রোধ করে রোগীদের সেবায় মনোযোগ দিন ॥ নাসিম

প্রকাশিত: ০২:৩৪, ৩০ মার্চ ২০১৮

দুর্নীতি ও অপচয় রোধ করে রোগীদের সেবায় মনোযোগ দিন ॥ নাসিম

অনলাইন রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনীতি কম করুন। দুর্নীতি ও অপচয় রোধ করে রোগীদের সেবায় মনোযোগ দিন। বিএনপিকে উদ্দেশ্যে করে নাসিম বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে আমরা বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কিন্তু নির্বাচন নিয়ে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। শুক্রবার রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম অডিটরিয়ামে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রংপুরে দ্রুত একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এখানে একটি ক্যান্সার হাসপাতাল ও ট্রমা সেন্টার নির্মাণের প্রচেষ্টা চলছে। নাসিম বলেন, আদালতের রায়ে বিএনপি নেত্রী জেলে গেছেন। এখন আদালতের মাধ্যমেই তাকে বের হয়ে আসতে হবে। এ নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। গত নির্বাচনে না গিয়ে বিএনপিকে ভুলের খেসারত দিতে হচ্ছে। আগামী নির্বাচনে না গেলে তাদের বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তিনি বিএনপিকে বলেন, নির্বাচনের মাঠে আসুন। খেলা হবে মাঠে। এখানে ভয় পাবার কিছু নেই। খেলায় ফাউল করলে জনগণ লাল কার্ড দেখাবে। নাসিম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে স্বাস্থ্য খাতসহ দেশে যে উন্নয়ন হচ্ছে তা অন্য কোনো সরকারের আমলে হয়নি। আমরা ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছি । আরো নিয়োগ দেওয়া হবে। কিন্তু তাদের গ্রামে থাকার মানসিকতা থাকতে হবে। রোগীদের সেবা দিতে হবে, রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অপচয় পরিহার করতে হবে। তিনি চিকিৎসকদের রাজনীতির দিকে কম মনোযোগ দিয়ে রোগীর সেবা করার আহ্বান জানান। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ নুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়সহ প্রমুখ।
×