ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর বঙ্গের ২ জেলায় শিলাবৃষ্টি

প্রকাশিত: ০০:৫৯, ৩০ মার্চ ২০১৮

উত্তর বঙ্গের  ২ জেলায় শিলাবৃষ্টি

অনলাইন রিপোর্টার ॥ আজ শুক্রবার সকালে লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ঘরবাড়িসহ ফসলের ক্ষতি হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলা ও ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত এই শিলাবৃষ্টি হয় বলে জনপ্রতিনিধিরা জানান। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, শিলাবৃষ্টিতে তার ইউনিয়নের কয়েক শত বাড়িঘর ও বহু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে প্রশাসন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধুভূষণ রায় বলেন, ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যেক এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁওয়ে গড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। শিলাবৃষ্টিতে অনেক জায়গায় গম, ভুট্টা, মসুরসহ বেশ কয়েক ধরনের ফসলের ক্ষতি হয়েছে। পাশাপাশি আম-লিচুর মুকুল ঝরে পড়েছে।
×