ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সমুদ্র সংরক্ষণে ব্লু ইকোনমি!

প্রকাশিত: ০৭:১৪, ৩০ মার্চ ২০১৮

সমুদ্র সংরক্ষণে ব্লু ইকোনমি!

অতিরিক্ত মাছ ধরা, জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিকের দূষণের কারণে বিশ্বের সাগর-মহাসাগর এখন হুমকির মুখে। তাই ‘ব্লু ইকোনমি’-র মাধ্যমে সমুদ্র সংরক্ষণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মেক্সিকোতে ৭ মার্চ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হলো বিশ্ব সমুদ্র সম্মেলন, যেখানে বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বের ব্যবসায়ী এবং রাজনীতিবিদরাও হাজির হয়েছিলেন। প্রতি বছর মূলত এতে আলোচনা হয় সাগরকে ঘিরে কিভাবে অর্থনীতিকে আরও শক্তিশালী করা যায়। কিন্তু এবার বক্তাদের কথায় উঠে এলো কিভাবে সমুদ্র সম্পদ রক্ষা করা যায় এবং সাগরকে বাঁচানো যায়। মূলত ভবিষ্যত প্রজন্মের জন্য সাগরকে রক্ষা করার বিভিন্ন পদক্ষেপের কথা উঠে আসে আলোচনায়। এই পরিকল্পনার নাম দেয়া হয় ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতি। বিশেষজ্ঞ আলেকজান্ডার কস্তো বলেন, ‘নীল অর্থনীতি আমাদের খাদ্য নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষায় ভূমিকা রাখবে।’ যেসব মানুষের জীবিকা সাগর-নির্ভর, তাদের জন্য পদক্ষেপ নেয়া হবে এর মাধ্যমে। বিশ্বের অন্তত একশ’ কোটি মানুষ মৎস্য বা মাছের ওপর নির্ভরশীল। আর কিছু ছোট দ্বীপ রাষ্ট্র রয়েছে, যারা কেবল মাছ খেয়েই বেঁচে থাকে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব ব্যাংকের পরিবেশবিষয়ক শীর্ষ কর্মকর্তা ক্যারিন ক্যাম্পার জানালেন, ‘অতিরিক্ত মাছ ধরার কারণে সমুদ্রের জীববৈচিত্র্যে অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে এবং খাদ্য নিরাপত্তা পড়ছে ঝুঁকির মুখে।’ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অম্লতা বাড়ছে, যা প্রবালের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, এই প্রবালপ্রাচীর মাছেদের অন্যতম আবাসস্থল। তাই মাছ তাদের আশ্রয় হারাচ্ছে। মাছ কমে যাওয়ার আরও একটি বড় কারণ হলো প্লাস্টিক দূষণ। সাগরে প্লাস্টিকের পরিমাণ এত বেড়ে গেছে যে, তা পরিষ্কার করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। বিশ্বের অন্যান্য জলাশয় থেকে যে পরিমাণ মাছ ধরা হয়, সাগর থেকে ধরা হয় তার চারগুণ। এ্যাকোয়াকালচার হতে পারে সাগরের মাছের বিকল্প। এরই মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক ‘সি ফুড’ এ্যাকোয়াকালচারের মাধ্যমে সরবরাহ হয়। ফলে এর মাধ্যমে সমুদ্রের মাছের ওপর থেকে চাপ কমানো যেতে পারে। সমালোচকরা অবশ্য বলছেন, এই পদ্ধতিতে পরিবেশ দূষণ আরও বাড়বে এবং জীববৈচিত্র্যের জন্য এটি আরও একটি হুমকি হয়ে দাঁড়াবে। তাই ব্লু ইকোনমির মাধ্যমে উপকূলীয় এলাকাগুলোকে রক্ষা এবং সংরক্ষণ করার উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সূত্র : বিবিসি
×