ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে বোর্ডের প্রশ্নপত্র ফাঁস, নতুন পরীক্ষার ঘোষণা

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৮

 ভারতে বোর্ডের প্রশ্নপত্র  ফাঁস, নতুন পরীক্ষার ঘোষণা

ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণীর দুটো বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষাগুলো নতুন করে নেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষার আগেই দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। বুধবার দশম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন নিয়েও একই অভিযোগ ওঠার পর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা দুটি বাতিল ঘোষণা করে। আনন্দবাজার ও এনডিটিভি। ‘নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে’ পরীক্ষা দুটি নতুন করে নেয়ার ঘোষণা দেয়া হয়। ঘোষণায় বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সিবিএসই-র ওয়েবসাইটে নতুন পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে। শিক্ষার্থীরা বলছে, কেবল এ দুটি নয়, পরীক্ষার আগে আগে আরও অনেক বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে। যে কারণে দশম ও দ্বাদশ শ্রেণীর সব পরীক্ষাই নতুন করে নেয়ার দাবি তুলেছে তারা। বৃহস্পতিবার শিক্ষার্থীরা নয়াদিল্লীর যন্তরমন্তর ময়দানে বিশাল সমাবেশও করেছে। ফাঁসের ঘটনা অনুসন্ধানে দিল্লী পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ একটি তদন্ত দল কাজ শুরু করেছে। পুলিশ ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের বেশিরভাগই হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া শিক্ষার্থী। ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভাদেকর প্রশ্নপত্র ফাঁসের কথা ‘কার্যত স্বীকার’ করে নিয়ে বলেছেন, সম্ভবত ‘২-৩টি বিষয়ের প্রশ্ন’ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয়েছে। ঘটনায় অভিযোগ দায়েরের কথা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তাদের ধারণা, প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষাগুলোর আগের দিন সন্ধ্যায়। কোথা থেকে এগুলো ফাঁস হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মাধ্যমিক বোর্ডের প্রশ্নপত্র ফাঁসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষুব্ধ। দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী জাভাদেকরকে কড়া পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ‘সিবিএসই-র এ প্রশ্ন ফাঁসের ঘটনা অমর্যাদাকর; এর স্বচ্ছতা জরুরী। এখানে কর্মকর্তারাই অপরাধী, অথচ শাস্তি ভোগ করতে হচ্ছে নিরাপরাধ শিক্ষার্থীদের,’ টুইটারে ক্ষোভ জানিয়ে বলেছেন কংগ্রেস নেতা শশী থারুর।
×