ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নয়নের কান্ডারি শেখ হাসিনাকে পেয়ে আপ্লুত ঠাকুরগাঁওয়ের মানুষ

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ মার্চ ২০১৮

উন্নয়নের কান্ডারি শেখ হাসিনাকে পেয়ে আপ্লুত ঠাকুরগাঁওয়ের মানুষ

তাহমিন হক ববী, ঠাকুরগাঁও থেকে ॥ নেতৃত্বের দূরদর্শিতা, জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ, একটি উন্নয়নশীল দেশের নেতা ও জননন্দিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭ বছর পর কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েছিল উত্তরাঞ্চলের সূর্যপূরী আমের জেলা ঠাকুরগাঁওয়ের লাখ লাখ নারী পুরুষ। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সমাবেশস্থলে নারীদের আগমনের বাঁধভাঙ্গা ঢল সবাইকে অবাক করে দেয়। বৃহস্পতিবার বেলা দুইটা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঠাকুরগাঁও শহরের জেলাস্কুল মাঠের জনসভাস্থলে আসেন তখন লোকে-লোকারণ্য ছিল। মাঠে স্থানানুকূল না হওয়ায় মানুষের ঢল নেমে পড়ে প্রধান সড়কসহ শহরে। এ সময় শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয় বাংলা সেøাগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। লাখো মানুষের কণ্ঠে ‘বিশ্ব নেত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা’ সেøাগান চলতে থাকলে হাত নাড়িয়ে অভিবাদন জানান তিনি। প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে আসার অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় জনসভা স্থল। সকাল থেকেই আশপাশের উপজেলা থেকে ঢাক-ঢোল বাজিয়ে জনসভায় আসতে শুরু করে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষজনও ছুটে আসতে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ১৭ বছর পর সচক্ষে দেখার ইচ্ছে শক্তিটি রাজপথ ভরে ওঠে। চৈত্রের তীব্র রোদ উপেক্ষা কেউ পিছপা হয়নি। দুপুর ১২টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঠাকুরগাঁও জুড়েই ব্যানার-ফেস্টুনে ছেয়েছিল। পাশাপাশি বড় বড় বিলবোর্ড আর তোরণে শোভা পায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের চিত্র। জনসভায় আশা ঠাকুরগাঁও শহরে ইসলামবাগ মহল্লার নার্গিস জামান গোলাপী (৪৩) বললেন, আমার অত্যন্ত প্রিয়জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জীবনে তাঁকে একনজর দেখার সৌভাগ্য হলো আমার। তিনি আমার প্রাণজুড়িয়ে দিয়েছেন। তিনি আরও জানালেন, শেখ হাসিনার জনসভায় তার বক্তব্য শুনে সিদ্ধান্ত নিয়েছি আগামীতেও আমি নৌকায় ভোট দেব। আমি ভালবাসি শেখ হাসিনাকে...বলেই তিনি জয়বাংলা ধ্বনি দিয়ে চিৎকার করে ওঠেন। জসসভায় কথা হয় কচুবাড়ি গ্রামের সিলভিয়া ছন্দা (৫০)। তিনি আরও বললেন, আমি প্রিয় নেত্রী শেখ হাসিনার ইতিহাস পড়েছি। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার শাসনামলেই দেশের মানুষ ভাল থেকেছে ও থাকছে। বাংলাদেশ বিশ্বের দরবারে ইতিবাচক একটি দেশ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। শেখ হাসিনা জানেন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে। জানেন ধ্বংসস্তূপের ভেতর থেকেই জীবনের জয়গান গেয়ে মানুষকে প্রাণিত করতে পারেন। মানুষকে নিয়ে যেতে পারেন কল্যাণ ও অগ্রগতির পথে। জনকল্যাণকে ব্রত হিসেবে নিয়েছেন পারিবারিক উত্তরাধিকার সূত্রে। সেই ব্রত সাধনেই জীবন উৎসর্গ করেছেন তিনি। ছন্দা আরও বলেন, শেখ হাসিনার জন্যই আজ বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অসাম্প্রদায়িক আধুনিক রাষ্ট্রের মডেল হয়ে উঠেছে। রফতানি আয় দ্বিগুণ হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সকল রেকর্ড ছাড়িয়েছে। রাজস্ব আয় দ্বিগুণ হয়েছে। কৃষি, শিক্ষা, যোগাযোগে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলায় পরিণত হবে। আর এ জন্য বিশ্বের বুকে সুখি, সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। রুহিয়ার রোকনুজ্জামান(৪৮) বললেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিজ চোখে দেখব বলে ছুটে এসেছি। তিনি তো দেশের উন্নয়নের কা-ারি। ভুল্লির বালিয়া গ্রামের রফিকুল ইসলাম (৫০) বললেন, অতীত এবং বর্তমান বিচারে বললেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ঠাকুরগাঁও জেলার ব্যাপক উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনা ঠাকুরগাঁও এসে এবার আরও উন্নয়নের প্রকল্প উদ্বোধন করে দিলেন। আমি মনে করি শেখ হাসিনা ঠাকুরগাঁওকে একটি সমৃদ্ধ জেলায় পরিণত করছেন। ঠাকুরগাঁও স্টেশন রোড মহল্লার রাজা আসলাম জানালেন, ঠাকুরগাঁও শিক্ষা-সাংস্কৃতিক দিক থেকে ঐতিহ্যবাহী একটি জেলা। তারপরও এ এলাকার জনগণের চাওয়াগুলো উপেক্ষিত দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর এই সফর ঠাকুরগাঁওবাসীর আশাগুলো এবার পূরণ হল। প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওবাসীর দাবির প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে ঢাকাসহ রাজশাহী, খুলনা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চলবে- এমন আশ্বাস দিলে জনসমুদ্রে উপস্থিত নারী-পুরুষ একযোগে করতালিতে মুখরিত করে তোলে সভাস্থল। সেই সঙ্গে সমস্বরে সেøাগান ওঠে ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।’
×