ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইডিয়াল কলেজে ৯ ছাত্রকে মারধর ॥ তদন্তে কমিটি

প্রকাশিত: ০৫:০২, ৩০ মার্চ ২০১৮

আইডিয়াল কলেজে ৯ ছাত্রকে মারধর ॥ তদন্তে কমিটি

স্টাফ রিপোর্টার ॥ গত ২৬ মার্চ রাতে কলেজ হোস্টেলে ৯ ছাত্রকে এক শিক্ষকের মারধর করার অভিযোগের বিষয়টির প্রকৃত কারণ অনুসন্ধান করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দীন আহম্মেদ। কমিটিকে আগামী ৩১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষক সোহেল রানাকে কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন কলেজ অধ্যক্ষ। বৃহস্পতিবার আইডিয়াল কলেজের প্যাডে পাঠানো এক বিবৃতিতে কলেজ অধ্যক্ষ এসব বিষয় জানান। অধ্যক্ষ আরও জানান, গত ২৬ মার্চ রাতে কলেজ হোস্টেলে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে কলেজের তিনজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে, কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানকে। আর সদস্য করা হয়েছে, কলেজটির সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হাসান ও তপন কুমার গাঙ্গুলীকে। কমিটিকে আগামী ৩১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দীন আহম্মেদ জনকণ্ঠকে জানান, তদন্ত কমিটির দেয়া তদন্ত প্রতিবেদন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্তে রিপোর্টে ওই শিক্ষক দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার কার্যক্রম চালানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে জানান, বিষয়টি তারা জানেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোন অভিযোগ জমা পড়েনি। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাতে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের হোস্টেলে এক বন্ধুর জন্মদিন পালনের ঘটনার সূত্রধরে হোস্টেলের শিক্ষক মনিরুল ইসলাম সোহেল নয় ছাত্রকে মারধর করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। কলেজটির পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক সোহেল রানা মারধর করেন বলে ফেসবুকে দাবি করে ছাত্ররা।
×