ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিক মেয়রের সঙ্গে বিএফইউজে নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ০৪:৪৬, ৩০ মার্চ ২০১৮

চসিক মেয়রের সঙ্গে বিএফইউজে নেতৃবৃন্দের  মতবিনিময়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ বিএফইউজে নেতৃবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশের রাজধানী ঢাকা হলেও চট্টগ্রামের হচ্ছে হৃৎপি-। সেই বিবেচনাতেই চট্টগ্রামের প্রতি বিশেষ নজর প্রদান করা প্রয়োজন বলে অভিমত রেখে তিনি এই নগরীর উন্নয়নে চসিক মেয়রের সফলতা কামনা করেন। চসিক মেয়র বলেন, সাধারণ মানুষ মেয়রের নিকট সবকিছুই প্রত্যাশা করে। যানজট, পানি, বিদ্যুত ও গ্যাসের সমস্যা হলেও মেয়রের নিকটই সমাধান পেতে চায়। তিনি তার ২ বছর ৮ মাসের কার্যক্রমের বিশদ ব্যাখ্যা তুলে ধরে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী হতদরিদ্র, দারিদ্র্য ও আর্থিকভাবে অক্ষম নাগরিকদের হোল্ডিং ট্যাক্স সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তিনি নাগরিক সেবার ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বলেন, জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সরোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ, বর্তমান সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ।
×