ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাতারে মহড়া শেষে দেশে ফিরেছে যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৪:৪৫, ৩০ মার্চ ২০১৮

কাতারে মহড়া শেষে দেশে ফিরেছে  যুদ্ধজাহাজ  বঙ্গবন্ধু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবার বর্গের সদস্যরা উপস্থিত ছিলেন। নৌবাহিনী জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, গত ১২ হতে ১৪ মার্চ কাতারে অনুষ্ঠিত বহুপাক্ষিক এ মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ ও প্রতিনিধিরা অংশ নেয়। মহড়া ও প্রদর্শনীতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’ ২৩০ নৌসদস্য নিয়ে অংশগ্রহণ করে।
×