ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ মাস দেখতে না পেয়ে বিদেশিনী স্ত্রী ছুটে এলেন কুড়িগ্রামে

প্রকাশিত: ০৪:৪৪, ৩০ মার্চ ২০১৮

পাঁচ মাস দেখতে না পেয়ে  বিদেশিনী স্ত্রী ছুটে  এলেন কুড়িগ্রামে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ৫ মাস ধরে স্বামীকে না পেয়ে সিঙ্গাপুর থেকে কুড়িগ্রামে ফুলবাড়ীতে স্বামীর কাছে ছুটে এসেছেন ফিলিপিন্সের এক তরুণী। ওই তরুণীকে দেখার জন্য আশপাশের বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ ছুটে এসেছে। ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামের রুবেল আহমেদ জানান, সিঙ্গাপুরে একটি গ্লাস কোম্পানিতে কর্মরত অবস্থায় ফিলিপিন্সের ফারান্দ ইসলামের মেয়ে ইয়াসমিনের সঙ্গে পরিচয়। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে পরিণয়। তিনি গত ১০ বছর ধরে সিঙ্গাপুরে থাকেন। এর মধ্যে ইয়াসমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৫ মাস আগে রুবেল আহমেদ ছুটিতে বাংলাদেশে আসেন। দীর্ঘ কয়েক মাস থেকে তাদের মধ্যে দেখা স্বাক্ষাত না হওয়ায় ইয়াসমিন বাংলাদেশে তার কাছে চলে আসেন। রুবেল আহমেদ আরও বলেন, ইয়াসমিন আমার বাসায় আসার পর পরিবারের লোকজন বিষয়টি শুনে আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেয়। এর আগে আমরা ঢাকায় একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা বাকিটা জীবন একসঙ্গে কাটাতে চাই। রুবেলের বাবা বেলাল হোসেন জানান, আমি কৃষক মানুষ। ছেলের ভালই আমার ভাল। তারা যেহেতু একজন আর একজনকে পছন্দ করে সেজন্য তাদের সুখের কথা চিন্তা করে আমরা তাদের সম্পর্ক মেনে নিয়েছি। বাড়িতে অনুষ্ঠানের মাধ্যমেই এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের বৌ ভাত খাওয়ানো হয়েছে। রুবেলের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক জানান, গত ২৫ মে রুবেল ও ইয়াসমিনের বিয়ের পর বাড়িতে বৌভাতের আয়োজনও করা হয়েছিল। এক সপ্তাহ পর নতুন এই দম্পতি আবারও সিঙ্গাপুরে তাদের কর্মস্থলে ফিরে যাবে।
×