ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে গৃহবধূকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৪:৪৩, ৩০ মার্চ ২০১৮

জামালপুরে গৃহবধূকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৯ মার্চ ॥ দেওয়ানগঞ্জ উপজেলায় হালিমা বেগম (৩২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করা হয়েছে। উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাতিভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামের কাঠমিস্ত্রি আব্দুস সালাম ও তার স্ত্রী হালিমা বেগমের সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছে। তাদের ছেলে নবম শ্রেণীর ছাত্র সুমন রাতে বাড়িতে ছিল না। সে তাদের বাড়ির কাছেই এক শিক্ষকের বাড়িতে বেড়াতে গিয়েছিল। মাকে হত্যা করা হয়েছে জানতে পেয়ে সুমন বৃহস্পতিবার ভোরে বাড়িতে গিয়ে দেখতে পায় তার মাকে জবাই করে হত্যা করা হয়েছে। পরে সুমন ও প্রতিবেশী স্বজনরা স্থানীয় তাড়াটিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ রেজা সকালে ওই বাড়িতে গিয়ে লাশের সুরতহাল করে লাশটি উদ্ধার করে। এ হত্যাকা-ের ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আব্দুস সালাম পলাতক রয়েছে। . গাইবান্ধায় শাশুড়ি নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামে বুধবার রাতে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খায়রুনেছা (৫৮) নিহত হয়েছে। খায়রুনেছা ওই গ্রামের আব্দুস সামাদ বেপারির স্ত্রী। ঘাতক জামাই সাইফুল ইসলাম সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বাঁধের মাথা এলাকার মৃত আব্দুল জলিল বেপারির ছেলে। পুলিশ জানায়, ১৫ বছর আগে খায়রুনেছার মেয়ে শাহানা আকতার শেলির সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি মেয়ে ও ৮ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনমাস আগে শাহানা আকতার তার স্বামীকে তালাক দেয়। এরপর সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। তারপর থেকে সাইফুল প্রায় মোবাইলে ফোন করে শাশুড়ি ও শ্যালকদের হুমকি দেয়। ওইদিন রাতে খায়রুনেছা বাড়ির অদূরে মরুয়াদহ খুশি মিয়ার রাইচ মিল এলাকায় তার ছেলে রওশন আলমের গালামালের দোকান থেকে বাড়ি ফিরছিল। কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়ির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জামাই। এ সময় খায়রুনেছার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। . কুষ্টিয়ায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহতের নাম শারমিন আক্তার ভানু (৩২)। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া গ্রামে। বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকা-ের পর থেকে নিহতের স্বামী দেলোয়ার হোসেন আকন পলাতক রয়েছে। পুলিশ জানায়, সুনামগঞ্জের মাদুস মিয়ার ছেলে দেলোয়ার হোসেন আকন বিয়ের পর থেকে খোকসা উপজেলার পাইকপাড়া গ্রামে শ্বশুরবাড়িতেই বসবাস করছিল। দাম্পত্য কলহের জের ধরে বুধবার গভীর রাতে দেলোয়ার তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে লাশটি বাড়ির পেছনে ফেলে রেখে পালিয়ে যায়। . যশোরে বাবা স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, ঝিকরগাছায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবর আলী (৭০) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ারুলকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের গদখালী গ্রামের মাঠুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, আনোয়ারুল ইসলাম মাদকাসক্ত। বুধবার রাতেও তিনি নেশা করে বাড়ি ফেরেন। এ সময় ভিন্ন একটি বিষয় নিয়ে তিনি মায়ের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন। এক পর্যায়ে তার বাবা বাবর আলী প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আনোয়ারুল। . সিরাজগঞ্জে আহত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সলঙ্গায় বিয়ের ৫ দিন পর নববধূ ও তার প্রেমিকের মারপিটে আহত আব্দুল মজিদ (২১) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নববধূ আল্পনা খাতুনকে (১৮) আটক করেছে পুলিশ। এর আগে ২৪ মার্চ রাতে জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাট চৌবিলা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। নিহত মজিদ ওই হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। . ঠাকুরগাঁওয়ে অটোচালক নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার চতুরাখোর গ্রামে অটোচার্র্জার গাড়ি ছিনতাইয়ে বাধা দেয়ায় রাজু(১৬) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পুলিশ দুর্বৃত্তদের স্বীকারোক্তিতে হত্যাকা-ের শিকার ওই যুবকের লাশ উদ্ধার করেছে। জানা যায়, চতুরাখোর গ্রামের মৃত মংলুর ছেলে রাজু অটোচার্জার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত সোমবার একই গ্রামের সেরেকুল ওরফে বেনামীর ছেলে শামীম রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। . জয়পুরহাটে দম্পতির লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে আলাদা আলাদা স্থান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
×