ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব সম্পদেই দেশ আত্মনির্ভরশীল হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৪:৪২, ৩০ মার্চ ২০১৮

 নিজস্ব সম্পদেই দেশ আত্মনির্ভরশীল  হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চলমান অগ্রগতির ধারা যেন থেমে না যায় সে জন্য জনগণকে সচেতন থাকতে হবে। বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবেই গড়ে উঠবে এবং বিশ্বে মাথা উঁচু করে চলবে। নিজস্ব সম্পদ দিয়েই দেশ আত্মনির্ভরশীল হবে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে কারও কাছে হাত পেতে নয়, বাঙালী জাতির যতটুকু সম্পদ তা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব। বৃহস্পতিবার বিকেলে নগরীর আন্দরকিল্লায় নগর ভবন চত্বরে স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদ চট্টগ্রাম আয়োজিত তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আশা বাংলাদেশ বিশ্বের বুকে ইতোমধ্যে সম্মানজনক অবস্থানে এসেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এই বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, উন্নয়ন এবং শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলম সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ ইলিয়াছ, সুমন দেবনাথ, নগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, মোহাম্মদ ইচ্ছা প্রমুখ।
×