ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

এসিআই কর্মকর্তাসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:৪২, ৩০ মার্চ ২০১৮

এসিআই কর্মকর্তাসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে এসিআই গ্রুপের জিএমসহ তিন, হবিগঞ্জে তিন বাসযাত্রী, সান্তাহারে কিশোর, বরিশালে এক ব্যক্তি ও ফরিদপুরে এক কৃষক নিহত হয়েছেন। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার এসিআই গ্রুপের এক জিএমসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলোÑএসিআই গ্রুপের শ্রীপুরের মুলাইদ এলাকার প্রিমিয়া ফ্ল্যাক্স প্লাস্টিক কারখানার জিএম ও নারায়ণগঞ্জের বন্দর থানার সাত এস এস রোড এলাকার হাজী আরশাদ আলী ভুঁইয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৫৩), ওই কারখানার মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে আসাদুজ্জামান ও মাইক্রোবাসের ড্রাইভার বরিশালের গৌরনদী খাজাপুর পশ্চিম বসাই এলাকার জবেদ আলী হাওলাদারের ছেলে রুবেল (২৯)। নিহতদের স্বজন, পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় শ্রীপুরের মাওনাগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মাইক্রোবাসের যাত্রী ওই দুই কর্মকর্তা ও মাইক্রো চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হবিগঞ্জ নবীগঞ্জ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজারে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতরা হলেন- জেলার লাখাই উপজেলাধীন করাব গ্রামের বাসিন্দা জনৈক জাবেদ আলীর স্ত্রী কামরুন্নাহার (৬০) ও পুত্র খোকন মিয়া (৩৫), নবীগঞ্জ উপজেলাধীন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের স্নাতক ৩য় বর্ষেও ছাত্র কফিল উদ্দিন (৩৫)। গুরুতর আহত পরিচয়বিহীন ২ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতিহীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উক্ত এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্র্শ¦বর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সান্তাহার বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সান্তাহারে ইজিবাইক অটো’র ধাক্কায় শাহিন হোসেন নামের এক কিশোর (১৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কলেজ রোডের রেলওয়ে মাতৃসদন ও ঠিকাদান কেন্দ্রের সামনের রাস্তায়, ইজিবাইক থেকে কিশোর শাহিন নামার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া বেপরোয়া গতির অপর ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহত কিশোর শহরের চা বাগান মহল্লার রিপোন হোসেনের ছেলে। বরিশাল যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর বাজার সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফারিয়া নামের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে রহমতপুর বাজার সংলগ্ন মহাসড়কের ব্রীজের ঢালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকাশ চন্দ্র রায়, মিলন, লিটন নামে তিনজন ও অজ্ঞাত পরিচয়ের আরও তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগের চিকিৎসকেরা অজ্ঞাত ৩৫ বছরের এক ব্যক্তিতে মৃত বলে ঘোষণা করেন। ফরিদপুর সালথায় পাওয়ার টিলার দুর্ঘটনায় সুজন ফকির (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু ঘটে। এর আগে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গ্রামের মালঞ্চা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। সুজন ঐ গ্রামের আতিক ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে সেনহাটি গ্রামের আতিক ফকিরের বাড়ির সামনে মালঞ্চা নদীর পাড়ে রাসেল শেখ নামে এক যুবক পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ড্রাইভার রাসেল টিলারটি ছেড়ে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা সুজন টিলারের হ্যান্ডেল ধরে থামাতে গেলে সেটি উল্টে গেলে সুজন টিলারের লাঙ্গলের সঙ্গে জড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে টিলার থেকে লাঙ্গল খুলে সুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যায়।
×