ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে দুই নারী ধর্ষণের শিকার

প্রকাশিত: ০৪:৩৯, ৩০ মার্চ ২০১৮

সাভারে দুই নারী  ধর্ষণের  শিকার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ মার্চ ॥ বিয়ের প্রলোভনে এক পোশাক শ্রমিকসহ দুই নারী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ওই পোশাক শ্রমিক (২৬) সাভারের হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে আসছিল। ওই কারখানার এপিএম ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্রধরে বিয়ের প্রভোলন দেখিয়ে কয়েকদিন ধরে ওই পোশাক শ্রমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে ইব্রাহিম। বুধবার রাতে তাকে কৌশলে হেমায়েতপুরে ডেকে নিয়ে যায় ইব্রাহিম। পরে একটি বাড়িতে তাকে নিয়ে গিয়ে বন্ধুদের সামনে ধর্ষণ করে ইব্রাহিম। এ সময় তারা ধর্ষণের ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। ধর্ষণের পরে পিটিয়ে আহত করে তার সঙ্গে থাকা একটি স্বর্ণের চেন, কানের দুল ও ৬ হাজার টাকা লুট করে তাকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সকালে সে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে। অভিযুক্ত ইব্রাহিম পলাতক রয়েছে। অপরদিকে, বিয়ের প্রভোলন দেখিয়ে পৌর এলাকার এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ট্রাকচালক ইয়াসিনের বিরুদ্ধে। বছরখানেক ধরে বিয়ের প্রভোলন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ইয়াসিন। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে রাজি না হওয়ায় থানায় অভিযোগ দেয়ার কথা বললে তাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয় ইয়াসিন ও তার পরিবারের সদস্যরা। এতে চরম আতঙ্কিত পড়ে সে।
×