ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ান ভার্সিটিতে কর্মশালা

প্রকাশিত: ০৪:৩১, ৩০ মার্চ ২০১৮

এশিয়ান ভার্সিটিতে কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ দেশী-বিদেশী শিক্ষকদের জন্য Creative Question Based on Revised Blooms Taxonomy: a Pathway to Improve Thinking শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি আয়েশা মিলনায়তনে আয়োজন করে। প্রশিক্ষণে ব্লুমস ট্যাক্সোনমির তিনটি ক্ষেত্র জ্ঞানমূলক, আবেগিক, মনোপেশীজের ওপর এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতির ওপর ভিন্ন ভিন্ন সেশনে ভিডিও, এনিমেশন এবং অডিও দিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, অভিজ্ঞতা শেয়ারিং ও ব্রেইন স্টোর্মিং পদ্ধতিতে আলোচনা করা হয়। পরবর্তীতে আইটেম স্পেসিফিকেশন টেবিল (যাকে আদর্শ অভীক্ষার নীলনক্সা বলা হয়) ব্যবহার করে প্রশিক্ষণার্থীরা আদর্শ সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করে তা উপস্থাপন ও ডিবেটে ডিফেন্ড করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসান এম. সাদেক। মডারেটর ছিলেন বিভাগীয় প্রধান জনাব এস. এম. গোলাম রাব্বানী। ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন বিভাগীয় শিক্ষক আরিফুর রহমান, নূরুল ইমরান ও হাফসা আফরোজ।- বিজ্ঞপ্তি
×