ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তরুণীকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ০৪:৩০, ৩০ মার্চ ২০১৮

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তরুণীকে হত্যা চেষ্টার  অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছা থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন লিপি খাতুন নামে এক তরুণী। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের লিপি খাতুন নামে ওই তরুণী সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। লিপি অভিযোগ করেন, তার মামা শাহজালালকে পুলিশে চাকরি দেয়ার কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে পাঁচ লাখ ৯০ হাজার টাকা নেন চৌগাছা থানার এসআই অনিল মুখার্জী। এ কাজে মধ্যস্থতা করেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইদু মেম্বার ও তার সহযোগী ওমর আলী। গত ১ মার্চ পুলিশ নিয়োগ সম্পন্ন হয়। কিন্তু শাহজালালের চাকরি হয়নি। চাকরি না হওয়ায় শাহজালাল ও লিপি টাকা ফেরত চাইতে এসআই অনিল মুখার্জীর কাছে যান। এরপর থেকে এসআই অনিল ও তার সহযোগীরা তাদের নানাভাবে হুমকি দিতে থাকেন। এমনকি যশোর শহর থেকে চৌগাছা ফেরার পথে চুড়ামনকাটি এলাকায় লিপি খাতুনকে মারপিটও করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা হাসপাতালে গিয়েও হুমকি দিলে ভয়ে লিপি সেখান থেকে পালিয়ে যান। এরপর আদালতে মামলা করতে গেলে ফের তাকে কুপিয়ে জখম করা হয়। যে কারণে এখন লিপি খাতুন ও তার মামাসহ পরিবারের লোকজন চরম ভীতির মধ্যে রয়েছেন। সংবাদ সম্মেলনে লিপি খাতুন হামলাকারী প্রতারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও টাকা ফেরত পেতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে এসআই অনিল মুখার্জী তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি লিপি খাতুন মুক্তদহ বাঁওড়ে তার বন্ধু শরিফুল ও বাবুর সঙ্গে সময় কাটাচ্ছিল। এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। আমি গিয়ে তাদের থানায় আনি। এ সময় লিপির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এই ক্ষোভে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।’
×