ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:২৬, ৩০ মার্চ ২০১৮

গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সের  সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স (জিএসএ) এবং এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) সভা গত ২৫ থেকে ২৭ মার্চ হংকং ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হয়। হংকং শিপার্স কাউন্সিল ও ম্যাকাও শিপার্স এ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল উক্ত সভায় যোগদান করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হচ্ছেন কাউন্সিলের পরিচালক আরজু রহমান ভূঁইয়া। সভায় মেরিটাইম ইস্যু ও বাণিজ্য সুবিধা ও পরিকল্পনা-২০১৮, অবকাঠামোগত নতুন প্রযুক্তি অন্বেষণ, বিনিয়োগ পরিবেশ এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান রক্ষণশীলতা ও বাণিজ্য যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতিতে হুমকির সম্ভাবনার বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়।
×