ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উৎপাদন ক্ষমতা বাড়াবে স্টাইল ক্র্যাফট

প্রকাশিত: ০৪:২৫, ৩০ মার্চ ২০১৮

উৎপাদন ক্ষমতা বাড়াবে স্টাইল ক্র্যাফট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্র্যাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৫ মার্চ চিঠি পাঠায়। কোম্পানিটি গত ২৮ মার্চ এই চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে। কোম্পানিটি জানায়, স্টাইল ক্র্যাফট বিদ্যমান বিল্ডিংয়ের পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করেছে। এছাড়া কোম্পানিটি ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য প্রায় ২৩ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়াবে। আরও ৬টি লাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন কোম্পানিটিকে মেয়াদী ঋণের জন্য আবেদন করতে হবে। স্টাইল ক্র্যাফট পূবালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা থেকে ৫ কোটি টাকা ঋণ নেবে। -অর্থনৈতিক রিপোর্টার
×